প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও নিজের সামর্থ্যের ঝলক দেখালেন সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ঝলমলে এক ক্যামিও। কিন্তু তার পরও হারতে হয়েছে দলকে। নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ফ্যালকনসকে বিদায় নিতে হলো সিপিএল থেকে।
মঙ্গলবার ম্যাচে শেষ মুহূর্তে ঝড় তোলেন সাকিব। সিপিএল ২০২৫–এর এলিমিনেটর ম্যাচে ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে মাত্র ৯ বলে এক ছক্কা ও চার চারে ২৬ রানের দারুণ ক্যামিও খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাতেও নয় উইকেটের বিশাল ব্যবধানে বিদায় নিতে হলো দলকে।
প্রথমে ব্যাট করতে নেমে ফ্যালকনস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তোলে। ওপেনার আমির জানগু (৫৫) ও আন্দ্রিস গাউস (৬১) গড়েন দলের রানের ভিত। শেষদিকে সাকিবের দ্রুত ২৬ রানের ইনিংস ফ্যালকনসকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়।
তবে রান তাড়া করতে নেমে ট্রিনবাগো কোনো চাপেই পড়েনি। ১৭.৩ ওভারেই জয় তুলে নেয় তারা, হাতে থাকে নয় উইকেট। দারুণ ফর্মে থাকা নিকোলাস পুরান খেলেন অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংস। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে অ্যালেক্স হেলস করেন ৫৪ রানে অপরাজিত ইনিংস।
বল হাতে সাকিব খুব একটা প্রভাব ফেলতে পারেননি। তিন ওভার বল করে উইকেটশূন্য থেকে যান, খরচ করেন ২৪ রান। ফ্যালকনসের এই হারে তাদের সিপিএল–যাত্রা থেমে গেল এলিমিনেটরেই, আর তিনবারের চ্যাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্স উঠে গেল টুর্নামেন্টের পরের ধাপে।
আরও পড়ুন