প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি না থাকলেও থামেনি ইন্টার মায়ামির জয়ের ধারা। চোটের কারণে মেসি অনুপস্থিত থাকলেও লুইস সুয়ারেজের জাদুকরী পারফরম্যান্সে লিগস কাপের গ্রুপ পর্বে পুমাসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি।
বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের ম্যাচে পুমাসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় মায়ামি। ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন সুয়ারেজ। এই জয়ের ফলে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। ২টি জয় ও ১টি ড্রয়ে ৮ পয়েন্ট তাদের।
গত শনিবার নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন মেসি। তারপরও দারুণ ধারাবাহিকতায় শীর্ষ চারে জায়গা করে নেয়া নিশ্চিত করেছে দলটি। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।
তবে আগে এগিয়ে গিয়েছিল পুমাসই। ৩৪ মিনিটে হোর্হে রুভালকাবার পা থেকে গোলটি আসে। এই ম্যাচে জয় পেলে তারা টিকে থাকত প্রতিযোগিতায়, কিন্তু হার মানেই বিদায়।
এদিন মায়ামির হয়ে নিজের প্রথম গোল করেন রদ্রিগো দে পল। বিরতির ঠিক আগে করা গোলে সমতায় ফেরে দলটি। এরপর ৫৯ মিনিটে সুয়ারেজের পেনাল্টি এবং ৬৯ মিনিটে তাদেও আলেন্দের গোলেই নিশ্চিত হয়ে যায় মিয়ামির জয়।
তবে পরের অন্য ম্যাচগুলো ফলাফলের উপর নির্ভর করে মায়ামি সর্বোচ্চ এমএলএস সীড ধরে রাখতে পারে কি-না। তাদের নেমে যেতে হতে পারে দ্বিতীয় সীডে।
আরও পড়ুন