লিগ অভিষেকে ফেলিক্সের হ্যাটট্রিক, গোল পেলেন রোনালদোও
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ম্যাচের বয়স তখন ছয় মিনিট পেরিয়েছে সবে। আঞ্জেলো গাব্রিয়েলের পাস থেকে বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ালেন জোয়াও ফেলিক্স। ধারাভাষ্যকার বললেন, “লিগ অভিষেকেই ফেলিক্সের গোল…এই মৌসুমে তার কাছ থেকে কী পাওয়া যাবে, সেটির কিছুটা আভাসও হয়তো দেখা গেল…।” সামনের সময়টা তো পরে। এই ম্যাচেই আরও দুটি গোল করে সেই আভাসকেই যেন আরও স্পষ্ট করে তুললেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
হ্যাটট্রিক দিয়ে সৌদি সুপার লিগে যাত্রা শুরু করলেন ফেলিক্স। লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিগ অভিষেকে গোলের দেখা পেলেন কিংসলে কোমানও। সবকিছুর সম্মিলিত ফল, আল নাস্রের বিশাল ব্যবধানের জয়।
সৌদি সুপার লিগে আল তাওউনকে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে নতুন মৌসুম শুরু করল আল নাস্র।
চেলসি ছেড়ে এবার আল নাস্রে যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপের দুটি ম্যাচ খেলে দারুণ ঝলক দেখিয়েছিলেন ফেলিক্স। এবার জ্বলে উঠলেন লিগের শুরুতেও।
ম্যাচের শুরুতেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণের পথ ধরে সপ্তম মিনিটে ফেলিক্সের ওই গোল। মূলত ডান পায়ের ফুটবলার হলেও এখানে বাঁ পায়ে দারুণ শটে গোল করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথমার্ধে আর গোল হয়নি। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে বক্সের ভেতর রোনালদোর পাস থেকে কোমানের গতিময় শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন আল তাওউনের গোলকিপার।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়। একটু পরই পেনাল্টি পায় আল নাস্র। গোল করেন রোনালদো।
পরের মিনিটেই দুর্দান্ত এক গোলে আরও বাড়ে ব্যবধান। আল নাস্র গোলকিপার নাওয়া আলকাইদির দূরপাল্লার শট দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মধ্য থেকেই উড়ন্ত হেডে গোল করেন কোমান।
ফেলিক্সের দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়। ৬৭তম মিনিটে সাদিও মানের কাছ থেকে বল পেয়ে বক্সের একটু বাইরে থেকে তার গোলার মতো শট আশ্রয় নেয় জালে।
৭০তম মিনিটে গাব্রিয়েলের গতিময় শট ক্রসবারে লেগে চলে যায় ওপর দিয়ে। ৮৬তম মিনিটে ফেলিক্স হ্যাটট্রিক পূর্ণ করেন নাটকীয়ভাবে। রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসে মাঠে। সেটি ফেরাতে গিয়ে মাটিতে পড়ে গোললাইনের ভেতরে চলে যান আল তাওউনের গোলকিপার। ফিরতি বলে খুব কাছ থেকে শট নিন ফেলিক্স, মাটিতে শুয়ে থাকা অবস্থায়ই বল ফিরিয়ে দেন গোলকিপার। কিন্তু বল সামান্য একটু ভেতরে ঢুকে যায়, গোল হওয়ার জন্য যথেষ্ট সেটুকুও।
হ্যাটট্রিকের হাসিতে সতীর্থদের অভিনন্দনে ভাসেন ফেলিক্স।