Advertisement
  • হোম
  • খেলা
  • আলপি-প্রীতির নৈপুণ্যে ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশ...

আলপি-প্রীতির নৈপুণ্যে ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

গোলের পর সতীর্থের সাথে আলপির উল্লাস। ছবি: বাফুফে
গোলের পর সতীর্থের সাথে আলপির উল্লাস। ছবি: বাফুফে

আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলল বাংলাদেশ। নিজেদের মাঠে, চেনা দর্শকদের সামনে ভুটানও পাল্টা জবাব দিতে হয়ে উঠল মরিয়া। জমজমাট লড়াইয়ের পর ভুটানকে হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা পেল বাংলাদেশ।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার রাউন্ড রবিন লিগে ভুটানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন আলপি আক্তার। অন্য গোলটি সুরভী আকন্দ প্রীতির। ভুটানের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন দেমা চোডেন।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপালকে ৭-০ গোলে উড়িয়ে রাউন্ড রবিন লিগ শুরু করেছে ভারত।

দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদেনের দুর্বল শট গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে সুরভী আকন্দ প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

ম্যাচ শুরুর আগে স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচ মাহবুবুর রহমান লিটু (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: বাফুফে
ম্যাচ শুরুর আগে স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচ মাহবুবুর রহমান লিটু (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: বাফুফে

প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লম্বা পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে বল জালে জড়ান প্রীতি। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আধিপত্য করতে থাকে বাংলাদেশ। ৫৩তম মিনিটে মিলে যায় দ্বিতীয় গোলের দেখা। ডান দিক দিয়ে বল নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে শট নেন আলপি, বল বাতাসে ভেসে লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ভুটান ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৬০তম মিনিটে। ডান দিকে থেকে আসা শট ঠেকাতে আবারও তালগোল পাকান গোলকিপার। তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়া আলগা বল অনায়াস টোকায় জালে জড়ান দেমা চোডেন।

৬৬তম মিনিটে ব্যবধান ফের বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্নারে শুরুতে পা ঠিকঠাক ছোঁয়াতে পারেননি আলপি, তবে দ্বিতীয় টোকায় ঠিকই তিনি খুঁজে পান ঠিকানা। বাকি সময়ে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ের আনন্দ সঙ্গী হয় মেয়েদের।

Lading . . .