Advertisement
  • হোম
  • খেলা
  • জয়ের আনন্দের সাথে গোল হজমের হতাশাও আছে বাটলারের

জয়ের আনন্দের সাথে গোল হজমের হতাশাও আছে বাটলারের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কোচ পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে
ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কোচ পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে

লাওসের বিপক্ষে ম্যাচের পর মিশ্র অনুভূতির দোলাচল বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলারের মনে। জয়ের আনন্দ যেমন আছে, তেমনি শেষ দিকে গোল হজমের হতাশাও আছে তার।

এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারায় বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মেয়েরা মুখোমুখি হবে তিমুর লেস্তের।

লাওসের জালে জোড়া গোল উপহার দেন সাগরিকা; ম্যাচের ডেডলক খোলার পাশাপাশি শেষ দিকে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড। অন্য গোলটি মুনকি আক্তারের। তবে ম্যাচের শেষ দিকে গোল খাওয়া নিয়ে হতাশা আড়াল করেননি বাটলার।

“প্রথম ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার। এতে করে আমরা পয়েন্ট পেয়েছি, পরের ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি। আমার মনে হয়, আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি, কখনও কখনও একটু ঝুঁকি নিয়েছি, কিন্তু আমরা এভাবেই খেলি। কারো এটা ভালো লাগবে, কারো লাগবে না।”

“আমরা সবসময় শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগানোর ক্ষেত্রে একটু চাপে থাকি। তবে আমি মনে করি, মেয়েরা আসলেই ভালো ফুটবল খেলেছে। রক্ষণ জমাট রাখতে চেয়েছে। একটা বাজে গোল খেয়েছি আমরা, যেটা নিয়ে হতাশ ছিলাম আমি। তবে, সত্যি বলতে, আমি আসলেই মনে করি না, ওই গোল আমাদের কোনো বিপদের কারণ ছিল।”

Lading . . .