Advertisement
  • হোম
  • খেলা
  • অঁরিকে ছুঁয়ে এমবাপে বললেন, ‘রেকর্ড নয়, আমার চোখ শি...

অঁরিকে ছুঁয়ে এমবাপে বললেন, ‘রেকর্ড নয়, আমার চোখ শিরোপায়’

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

ফ্রান্সের জার্সিতে গোল সংখ্যায় কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেলা কিলিয়ান এমবাপের কাছে অনেক বড় পাওয়া। ফরাসি অধিনায়কের সামনে এখন শুধুই অলিভিয়ে জিরু। তবে রেকর্ড নিয়ে ভাবছেন না এমবাপে। রেয়াল মাদ্রিদ তারকা বললেন, দেশের হয়ে আরও বেশি ম্যাচ ও শিরোপা জেতাই তার মূল লক্ষ্য।

পোল্যান্ডে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেইনকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। প্রথম গোলটি মাইকেল ওলিসের।

ম্যাচের ৮২তম মিনিটে করা ওই গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের তালিকায় অঁরির পাশে বসেন এমবাপে। দুইজনের গোল ৫১টি করে। ৫৭ গোল করে চূড়ায় জিরু।

ম্যাচ শেষে ফরাসি টিভি চ্যানেল টিএফ ওয়ানকে এমবাপে বলেন, অঁরিকে স্পর্শ করা তার কাছে সম্মানের।

“টিটিকে (অঁরি) কুর্নিশ জানাই! তবে এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। (গোল সংখ্যায়) তাকে স্পর্শ করতে পারা সত্যিই সম্মানের। সবাই জানে আমাদের ফরাসিদের কাছে তিনি কী, স্ট্রাইকারদের কাছে আরও বেশি। তিনি আমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন এবং তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন জিরু। তাই তাকে ছাড়িয়ে রেকর্ডটি এমবাপের নিজের করে নেওয়া কেবল সময়ের ব্যাপার। তবে রেয়াল তারকা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।

“এত দ্রুত এই মাইলফলক স্পর্শ করা পাগলাটে, তবে আমার ভালো লাগছে। আমি চাই আরও এগিয়ে যেতে, সব কিছুর আগে ম্যাচ ও শিরোপা জিততে।”

“রেকর্ডটির খুব কাছাকাছি আছি, তবে আমি এসব নিয়ে ভাবি না। তবে এটা সত্যি যে ফ্রান্স দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া ছোটখাটো কোনো বিষয় নয়।”

২০১৭ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই উজ্জ্বল এমবাপের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৮ সালে বিশ্বকাপ, ২০২১ সালে নেশন্স লিগ জিতেছেন তিনি। ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের এই তারকা।

আগামী মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

Lading . . .