Advertisement
  • হোম
  • খেলা
  • ১০ জন নিয়েও দলের দাপুটে ফুটবলে সন্তুষ্ট রেয়াল মাদ্...

১০ জন নিয়েও দলের দাপুটে ফুটবলে সন্তুষ্ট রেয়াল মাদ্রিদ কোচ

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স।
রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স।

মার্সেইয়ের বিপক্ষে ঘটনাবহুল ম‍্যাচে রেয়াল মাদ্রিদের শক্তি ও ঘাটতির জায়গাগুলো স্পষ্ট বুঝতে পেরেছেন শাবি আলোন্সো। ম‍্যাচের শেষ দিকে একজন কম নিয়ে দল যেভাবে দাপুটে ফুটবল অব‍্যাহত রেখেছে, সুযোগ তৈরি করেছে সেটা ভীষণ ভালো লেগেছে তার। কিন্তু অসংখ‍্য সুযোগ যেভাবে হাতছাড়া হয়েছে, সেটা মোটেও ভালো লাগেনি রেয়াল মাদ্রিদ কোচের।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ২-১ গোলের জয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রেয়াল। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে।

ঘরের মাঠে উত্তেজনায় ঠাসা লড়াইয়ে ৭২তম মিনিটে বড় এক ধাক্কা খায় রেয়াল। প্রতিপক্ষের ডি-বক্সে মার্সেই গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দানি কার্ভাহাল, মেজাজ হারিয়ে মাথা দিয়ে জেরোনিমো রুলির চোখের কাছে গুতো মেরে বসেন। ভিএআর মনিটরে দেখে স্প‍্যানিশ ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্নায়ু চাপের শেষের সময়টুকু দল যেভাবে ১০ জন নিয়ে পাড়ি দিয়েছে তাতে মুগ্ধ হওয়ার কথা বললেন আলোন্সো।

“গোল হজম করেও আমরা লড়াই চালিয়ে গেছি এবং ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছি। দ্বিতীয়ার্ধে গতি ছিল কিছুটা কম, কিন্তু আমরা অনুভব করছিলাম গোল করার সুযোগ তৈরি হচ্ছে। এরপর লাল কার্ড এলো, কিন্তু একজন কম নিয়েও দল দাপট দেখিয়েছে এবং চাপ তৈরি করেছে। এক সময় আমরা ২-১ গোলে এগিয়ে গেলাম এবং খুব একটা ভুগতে হলো না। চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে ভালো শুরুর করার জন‍্য এটা একটা গুরুত্বপূর্ণ জয়।”

৪০ শতাংশের একটু বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। এর মধ‍্যে জালে যায় কেবল দুটি স্পট কিক-ই। স্বাভাবিকভাবেই দলের ফিনিশিং নিয়ে ভাবছেন আলোন্সো।

“প্রথম আধ ঘণ্টা ছিল অসাধারণ। খুব ভালোভাবে প্রস্তুত একটি দলের বিপক্ষে ওদের গতি ও চাপ আমার ভালো লেগেছে। তবে সুযোগগুলো কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল। গোলরক্ষকেরাও তাদের মেলে ধরার সুযোগ পেয়েছে- থিবো কোর্তোয়া ও রুলি দুজনেই দারুণ কিছু সেভ করেছেন। সবকিছু মিলিয়ে ম্যাচটা ছিল প্রাণবন্ত যা দর্শকরা উপভোগ করেছেন। আমরা তিন পয়েন্ট নিয়ে খুশি।”

Lading . . .