Advertisement

মাঝমাঠে শক্তি বাড়াল এসি মিলান

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

আর্ডন ইয়াশাভি। ছবি: এসি মিলান ফেইসবুক
আর্ডন ইয়াশাভি। ছবি: এসি মিলান ফেইসবুক

বেলজিয়ামের ক্লাব ব্রুজ থেকে মিডফিল্ডার আর্ডন ইয়াশাভিকে দলে টেনেছে এসি মিলান।

পাঁচ বছরের চুক্তিতে এই সুইস ফুটবলারকে নেওয়ার খবরটি বুধবার জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে ইতালিয়ান গণমাধ্যমের খবর, ২৩ বছর বয়সী ইয়াশাভিকে পেতে তিন কোটি ৪০ লাখ ইউরো খরচ হয়েছে মিলানের।

২০২৪ সালে ক্লাব ব্রুজে যোগ দিয়ে গত মৌসুমে দলটির হয়ে মোট ৫২টি ম্যাচ খেলেছেন ইয়াশাভি, গোল করেছেন চারটি।

জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার গতবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে শেষ ষোলোয় তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দুই মৌসুম পর আবার সেরি আয় ফেরা ক্রেমোনেসের বিপক্ষে আগামী ২৩ অগাস্টের ম্যাচ দিয়ে লিগে যাত্রা শুরু করবে মিলান। গত মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছিল প্রতিযোগিতাটির ১৯ বারের চ্যাম্পিয়নরা।

Lading . . .