ম্যানচেস্টার ইউনাইটেডের হয়লুনকে নিতে আগ্রহী এসি মিলান
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

গত মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়মিত খেলোয়াড়দের একজন ছিলেন গাসমুস হয়লুন। কিন্তু মাঝের সময়ে তাকে ঘিরে ওল্ড ট্র্যাফোর্ডে সবকিছু যেন বদলে গেছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে বদলে যেতে পারে ডেনমার্কের এই ফরোয়ার্ডের ঠিকানা। তাকে দলে টানতে আগ্রহী ইতালিয়ান ক্লাব এসি মিলান।
আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার লিগ মৌসুম শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটির দলে ২২ বছর বয়সী হয়লুনকে রাখেননি আমুরি।
গ্রীষ্মের দলবদলে কেনা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ও ক্যামেরুন ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোকে নিয়ে শুরুর একাদশ সাজান আমুরি। স্লোভেনিয়ার ফরোয়ার্ড বেনিয়ামিন সেসকোকে বদলি হিসেবে নামান তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৬২ ম্যাচ খেলে কেবল ১৪টি গোল করতে পারেন হয়লুন। গণমাধ্যমের খবর, ক্লাবের পক্ষ থেকে চাইলে দল ছাড়ার অনুমতিও দেওয়া হয়েছে হয়লুনকে।
তবে ইতালির ফুটবলে এখনও হয়লুনের সামর্থ্যে আস্থা আছে। তাই আবার সেরি আতে তাকে ফেরাতে চায় মিলান। রোববার মিডিয়াসেটকে সেটাই জানিয়েছেন এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে।
“হয়লুন আমাদের জন্য ভালো বিকল্প। আমরা তাকে দলে টানার কথা ভাবছি, কিন্তু ট্রান্সফার মার্কেটে কী হতে পারে সেটা কখনই (আগে থেকে) জানা যায় না।”
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের খবর, হয়লুনের জন্য ৩ কোটি পাউন্ড চায় ইউনাইটেড। আর মিলান ধারে কিংবা এর চেয়ে কম ফিতে এই ফুটবলারকে দলে যোগ করতে আগ্রহী।