Advertisement
  • হোম
  • খেলা
  • তারুণ্য উৎসবের জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল শনিবার শু...

তারুণ্য উৎসবের জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল শনিবার শুরু

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

জাতীয় চ‍্যাম্পিয়শিপ ফুটবল নিয়ে কথা বলছেন আয়োজকরা। ছবি: বাফুফে
জাতীয় চ‍্যাম্পিয়শিপ ফুটবল নিয়ে কথা বলছেন আয়োজকরা। ছবি: বাফুফে

দেশ জুড়ে তারুণ্য উৎসবের ব্যানারে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি, বাজেট সবই চূড়ান্ত হয়েছে। ফুটবল ইভেন্ট এখন মাঠে গড়ানোর অপেক্ষা। আগামী শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৮ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্ট দিয়ে সারা দেশে ফুটবল উন্মাদনা জাগানোই মূল লক্ষ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের। সোমবার সংবাদ সম্মেলনে বাফুফে জানিয়েছে, এই উৎসবের ব্যানারে তিনটি টুর্নামেন্ট আয়োজনে তাদের সম্ভাব্য খরচের একটা খসড়া বাজেটও তৈরি করা হয়েছে।

খসড়া বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকার। এর মধ্যে সরকার থেকে দুই ধাপে আসবে ১০ কোটি টাকা। বাকি ৮ কোটি টাকা বাফুফে সংগ্রহ করবে। তিনটি প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী ফুটবলের উন্মাদনা তৈরি হবে বলে আশাবাদ জানান টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।

“এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলায় ফুটবল নিয়ে একটা উন্মাদনা শুরু হবে। সিনিয়রদের আসর চলা অবস্থায় বাফুফে অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। এই তিনটি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে বলে মনে করি আমরা।”

মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে ৩০ অগাস্ট শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নেবে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে।

৬৪ জেলার মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হওয়ার পর দ্বিতীয় পর্বে টিকবে ৩২টি দল। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল। ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে।

Lading . . .