Advertisement
  • হোম
  • খেলা
  • ‘চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় আচ্ছন্ন নন এমবাপে’

‘চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় আচ্ছন্ন নন এমবাপে’

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

পিএসজি ছেড়ে এলেন কিলিয়ান এমবাপে, সেই দল গত মৌসুমে জিতে নিল অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রেয়াল মাদ্রিদে চলে আসায় ফরাসি ফরোয়ার্ডের ইউরোপ সেরার ট্রফি জয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায়। শিরোপাটি জয়ের ভাবনায় কি মগ্ন হয়ে আছেন এমবাপে, তিনি কি আচ্ছন্ন অধরা এই মুকুটে? রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও কোচ শাবি আলোন্সো তুলে ধরলেন নিজেদের পর্যবেক্ষণ।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদ। ফ্রান্সের দল অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে তারা।

এর আগের দিন সংবাদ সম্মেলনে রেয়ালের প্রতিনিধি হয়ে এলেন চুয়ামেনি ও আলোন্সো। এমবাপেকে নিয়ে দুই জন একই প্রশ্নের মুখোমুখি হলেন। চুয়ামেনি তুলে ধরলেন এমবাপের বিজয়ী মানসিকতার কথা।

“চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আচ্ছন্ন এমবাপে? আমরা জানি, সে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা ক্লাবের একটি লক্ষ্য। কিলিয়ান সবসময়ই জিততে চায়। আর আমরা সেটা একত্রে করার চেষ্টা করব। প্রথম লক্ষ্য, আগামী কালকের ম্যাচে। আমাদের শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকতে হবে।”

চুয়ামেনির মতো প্রায় একই পর্যবেক্ষণ আলোন্সোরও। তিনি বললেন, দল হিসেবেই রেয়াল প্রতি বছর মাঠে নামে চ্যাম্পিয়ন্স লিগ জিততে।

“এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে মগ্ন? না। আমরা নতুন এক পরিকল্পনায় সবে শুরু করেছি। লক্ষ্যগুলোর একটি হলো, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিলিয়ান এই যাত্রার অংশ, তাকে আমি মগ্ন দেখছি না। আজও আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেছি, কিন্তু মে মাস (ফাইনাল) নিয়ে কিছু বলিনি। আমরা আজকের দিনটা নিয়ে কথা বলেছি।”

পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বেশ কাছে গিয়েছিলেন এমবাপে। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় প্যারিসের ক্লাবটি।

Lading . . .