না থেকেও আছেন জটা, বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের স্কোয়াড ২৩+১
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

দিয়োগো জটার নামটি এখন কেবল আক্ষেপ আর হাহাকারই জাগিয়ে তোলে। তাকে ঘিরে যে কোনো প্রসঙ্গই বয়ে আনে আবেগের জোয়ার। তার প্রয়াণের পর পর্তুগালের প্রথম স্কোয়াড ঘোষণাতেও বয়ে এলো সেই স্রোত। তাকে হারানোর ব্যকুলতাকে সঙ্গী করেই কোচ রবের্তো মার্তিনেস বললেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দলে বড় শক্তি হয়েই থাকবেন জটা।
জটার মৃত্যুর পর পর্তুগালের প্রথম স্কোয়াড ঘোষণা করা হয় শুক্রবার। বিশ্বকাপ বাছাইয়ে ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া ও ৯ সেপ্টেম্বর হাঙ্গেরির মুখোমুখি হবেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
এই স্কোয়াডেও নিশ্চিতভাবেই থাকতেন জটা। কিন্তু গত ৩ জুলাইয়ের সেই ভয়াবহ দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গেই ফুটবল আর জীবনের সীমা পেরিয়ে গেছেন তিনি।
মার্তিনেস অবশ্য ঠিকই অনুভব করছেন জটার উপস্থিতি। বিশ্বকাপ বাছাইয়ের পুরো পথচলায় প্রয়াত তারকাকেই দলের প্রেরণাশক্তি মানছেন পর্তুগাল কোচ।
“দিয়োগো জটাকে ছাড়া প্রথম ক্যাম্প এটি। আমরা জানি দিয়োগো আমাদের কতটা জুড়ে ছিল, আমাদের ওপর ওর প্রভাব কতটা। ওর স্মৃতিকে আমরা প্রতিদিনই সম্মান জানাতে চাই।”
“সে আমাদের সঙ্গেই থাকবে এবং আমাদের লক্ষ্য অর্জনের আরেকটি শক্তি হয়ে থাকবে। দিয়োগো জটার উদাহরণ আমাদের জন্য আলোর উৎস। তার চেতনা আমরা হৃদয়ে বয়ে নেব। দিয়োগোর জন্য, ওর ভাই আন্দ্রের জন্য, সবসময়ের মতো পর্তুগালের মানুষের জন্য জিতব আমরা। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার এই নতুন লড়াইয়ে আমাদের স্কোয়াডে ফুটবলার সংখ্যা ২৩+১, ওই একজন দিয়োগো জটা।”
গুরুত্বপূর্ণ একটি ঘোষণাও এ দিন দিয়েছেন কোচ। পর্তুগাল দলে জটার ২১ নম্বর জার্সি পরবেন এখন থেকে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হুবেন নেভস। পোর্তো ও উলভারহ্যাম্পটনে একসঙ্গে খেলেছেন দুজন, জাতীয় দলে তো সঙ্গী ছিলেনই। দুজনের বন্ধুত্বের কথা জানা অনেকেরই। জটার মৃত্যুর পর ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলে নেভস ছুটে গিয়েছিলেন শেষকৃত্য অনুষ্ঠানে। বন্ধুর কফিনবাহকদের একজন ছিলেন আল হিলালের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
শুধু বিশ্বকাপে জায়গা করে নেওয়াই নয়, জটার জন্য বিশ্বকাপ জিততেও চান কোচ মার্তিনেস।
“দিয়োগোর অনুপস্থিতি আমাদের জন্য একতা, প্রেরণা ও দায়িত্বের প্রতীক। কারণ দিয়োগো বিশ্বকাপ জিততে চেয়েছিল। কাজেই আমরা এখানে লড়তে থাকব এবং স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করব।"
"আমি এটাও জানাচ্ছি যে, দিয়োগো জটার ২১ নম্বর জার্সি এখন পাচ্ছে হুবেন নেভস। এভাবেই এই জার্সি আমাদের সঙ্গে মাঠে থাকছে। দিয়োগোর সঙ্গে তার (নেভস) সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ এবং দিয়োগোকে প্রতিনিধিত্ব করার সবচেয়ে আদর্শ মানুষটি সে।”
লিভারপুলে ২০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলে জটার জার্সি নম্বর ছিল ২১।
জটার মৃত্যুর পর নেভস সামাজিক মাধ্যমে আবেগঘন লেখায় বলেছিলেন, জটা তার সঙ্গেই থাকবে সবসময়।
“যখন জাতীয় দলে যাব আমি, তখনও তুমি থাকবে আমার পাশে, ডিনার টেবিলে, বাসে, প্লেনে… সব জায়গায় তুমি থাকবে আমার পাশে, সবসময়ের মতোই। আমরা একসঙ্গে হাসব, নানা পরিকল্পনা করব, পরস্পরের সঙ্গে জীবন কাটাব, বরাবরের মতোই।”