শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মিশ্র অনুভূতি আর্তেতার
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

নতুন মৌসুমের শুরুতেই সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ‘বড় শক্তি।’ ম্যাচটাও আবার প্রতিপক্ষের মাঠে। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে আলো ছড়াতে পারল না আর্সেনাল। তবে জয় ঠিকই আদায় করে নিল প্রিমিয়ার লিগে গত তিনবারের রানার্সআপরা। ভালো না খেলেও জয় দিয়ে মৌসুম শুরুর পর দলটির কোচ মিকেল আর্তেতার মধ্যে কাজ করছে মিশ্র অনুভূতি।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার লিগ ম্যাচটি প্রতিপক্ষের একটা ভুল কাজে লাগিয়ে ১-০ গোলে জিতেছে আর্সেনাল।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টায় পারেননি ইউনাইটেড গোলরক্ষক আলতাই বায়িন্দি, তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি।
ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে হুবেন আমুরির দল। যেখানে আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
২০২০ সালের সেপ্টেম্বর-আর্সেনালের ডাগআউটে আর্তেতার আগমনের তখনও এক বছর হয়নি-প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ দলগুলোর মাঠে ওই সময়ের আগের ৪০টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল আর্সেনাল।
সেই তারাই আর্তেতার ছোঁয়ায় যেন আমূল বদলে গেছে। গত তিন মৌসুমেই দলটি জাগায় লিগ শিরোপা জয়ের সম্ভাবনা, যদিও শেষ পর্যন্ত পারেনি তারা। তবে গত দুই মৌসুমে লিভারপুল, চেলসি, ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২০টি লিগ ম্যাচে অপরাজিত আছে আর্সেনাল, যা রেকর্ড। ইউনাইটেডের বিপক্ষে সবশেষ জয়ে সংখ্যাটা বেড়ে হয়েছে ২১।
ইউনাইটেডের মাঠে সবশেষ জয়ে তাই আর্সেনালের প্রাপ্তির আছে অনেক। কিন্তু, পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দলের কেউ খুশি নন বলে দাবি করলেন আর্তেতা। আর খেলোয়াড়দের এমন মনোভাব দেখেই উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।
“আমি আসার আগে ১৮ কিংবা ২২ বছর ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারেনি আর্সেনাল, আর এখন আমি এখানে (মৌসুমের প্রথম ম্যাচ) জিতে ড্রেসিং রুমে যাব, এবং তারপরও আমরা খুশি নই। ভালো লক্ষণ।”
“ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের প্রথম ম্যাচে একটা বড়, বড় জয় এলো। যখন মনে হবে তারা বিশেষ কিছু গড়ে তুলছে, নতুন খেলোয়াড়দের নিয়ে মোমেন্টাম পাচ্ছে এবং দারুণভাবে মৌসুম শুরু করতে চায়, তখন তাদের মাঠেই এই জয়-আমার মনে হয় আমি খুব খুশি।”
পরের ম্যাচে আগামী ২৩ অগাস্ট ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে আর্সেনাল। এর পরদিন ইউনাইটেড খেলবে ফুলহ্যামের মাঠে।
আরও পড়ুন