Advertisement
  • হোম
  • খেলা
  • এশিয়া কাপে বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন বিসিবি স...

এশিয়া কাপে বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন বিসিবি সভাপতি

ডেইলি স্টার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: বিসিবি
ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, এশিয়া কাপে ভালো ফল পেতে হলে বাংলাদেশ দলকে মনোযোগী হতে হবে দুটি দিকে। একটি হলো রানিং বিটুইন দ্য উইকেট, আরেকটি ফিল্ডিং।

বুলবুলের পূর্ব ঘোষণা অনুসারে, বুধবার মিরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্যাটিং কোচিং কোর্স। 'রান স্কোরিং ওয়ার্কশপ' নামক কোর্সটির প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের কথা সঙ্গে বলেন তিনি। সেখানে উঠে আসে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া বাংলাদেশের প্রসঙ্গ।

লিটন দাসের নেতৃত্বাধীন দলের প্রতি বিসিবি প্রধানের পরামর্শ, 'এখানে (টি-টোয়েন্টিতে) পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণের খেলায় কিন্তু সবাই একই রকমের ব্যাটিং-বোলিং করে। ব্যাটিংয়ের সময় রানিং বিটুইন দ্য উইকেটে যদি আমরা অতিরিক্ত ১৫ রান করতে পারি আর ফিল্ডিংয়ে যদি আরও ১০টা রান সেভ করতে পারি, তাহলে এই সংস্করণে এই ২৫টা রান ডিসাইডিং ফ্যাক্টর হবে।'

বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসেবে আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট সম্পর্কে গভীর ধারণা রয়েছে বুলবুলের। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা (শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে) উত্তরসূরিদের নিয়ে তিনি আশাবাদীও বটে, 'আমি তো অবশ্যই প্রত্যাশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কিন্তু আমাদের এই দলটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।'

আবুধাবিতে আগামীকাল বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

নিয়মিত খেলার সুবাদে আরব আমিরাতকে বলা চলে আফগানদের ঘরের মাঠ। তবুও বাংলাদেশ দল এগিয়ে থাকবে বলে মনে করেন বোর্ড সভাপতি, 'তাদের (আফগানিস্তান) ভেন্যুই হচ্ছে আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তারা হয়তো নিজেদের হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তারপরও আমাদের খেলোয়াড়দের যে দক্ষতা, আমি নিশ্চিত, তারা যদি তাদের নিজেদের সর্বোচ্চটা দেয়, তাহলে ভালো করতে পারবে।'

Lading . . .