Advertisement
  • হোম
  • খেলা
  • শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় ম্যাচেও হারল যুবারা

শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় ম্যাচেও হারল যুবারা

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

শেষ দিকে এক জন কম নিয়ে হেরেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
শেষ দিকে এক জন কম নিয়ে হেরেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে, যোগ করা সময়ের তখন ৩০ সেকেন্ডের মতো, সেই অন্তিম মুহূর্তে বাংলাদেশের জালে জড়াল বল! ম্যাচের ফলও তাতে নির্ধারিত হয়ে গেল। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশের ছেলেরা।

ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে, জোরাল শটে গোলটি করেন কিছুক্ষণ আগেই বদলি নামা আব্দু আল আওয়ামি।

ম্যাচের ৮৭ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লেন মুজিবুর রহমান জনি!

তিন দিন আগে আসরে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

গত মে মাসে ড্রয়ের পরই ধারণা মিলেছিল যে, বাছাইয়ে কঠিন পথ পাড়ি দিতে হবে কখনও মূল পর্বে সুযোগ না পাওয়া বাংলাদেশকে। টানা দুই হারে এবারও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল।

১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ।

২০২৪ সালের সবশেষ আসরের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুখকর ছিল না মোটেও। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।

আগামী মঙ্গলবার গ্রুপে শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

Lading . . .