প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো আগুন ঝরালেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারকে সামলাতে হিমশিম খেয়েছেন দেখেছেন ডাচ ব্যাটাররা। এদিন দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমানও, বেশ মিতব্যায়ী বোলিং করেছেন তিনি। তাসকিন-মুস্তাফিজদের আলো ছড়ানোর দিনে দেড়শ রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি নেদারল্যান্ডস। ফলে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।
২৮ রানে ৪ উইকেট শিকার তাসকিন হয়েছেন ম্যাচ সেরা। দারুণ বোলিং করে তাসকিন বলেন, 'এমন ম্যাচ কাটানো সবসময়ই গ্রেট ফিলিং। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচেই যদি এমন হয়। এছাড়া চোটে পড়ার পর আমি রিদম ফিরে পেতে সমস্যা হচ্ছিল। দিনে দিনে এটি ভালো হচ্ছে এখন। এটি নিয়ে কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করছি।'
তাসকিন জানিয়েছেন, শেষ কিছুদিন ভালো অনুশীলন করেছেন। সেটারই প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। তিনি বলেন, 'গত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। আর কঠোর পরিশ্রম নিশ্চিতভাবেই একসময় ফল বয়ে আনবে। সেটিই এখন পেলাম।'
সন্ধ্যায় শুরু হওয়া এই ম্যাচের কিছুক্ষণ পর থেকে মাঠে দেখা যায় শিশির। স্পিনারদের জন্য বল ধরাই ছিল বেশ কঠিন। পেসারদের জন্যও সহজ ছিল না কাজ। এর মাঝেও দারুণ বোলিংয়ের রহস্য জানান তাসকিন, 'উইকেট খুব ভালো ব্যাটিংয়ের জন্য। মাঠে শিশিরেরও প্রভাব ছিল। এসব মাথায় রেখে আমি নিজের প্রক্রিয়া ঠিক রেখেছি। এর সঙ্গে কিছু বৈচিত্র কাজে লাগিয়েছি।'
এসএইচ/এইচজেএস