Advertisement
  • হোম
  • খেলা
  • সেরি আয় দলের অবনমন হলে বেতন কাটা যাবে ফুটবলারদের

সেরি আয় দলের অবনমন হলে বেতন কাটা যাবে ফুটবলারদের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

গত মৌসুমে সেরি আয় চ্যাম্পিয়ন হয় নাপোলি। ছবি: রয়টার্স
গত মৌসুমে সেরি আয় চ্যাম্পিয়ন হয় নাপোলি। ছবি: রয়টার্স

ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশন ও সেরি আর মধ্যে নতুন একটি চুক্তি হয়েছে। এর ফলে ইতালির শীর্ষ লিগ থেকে কোনো দল সেরি বি’তে নেমে গেলে দলটির খেলোয়াড়দের ২৫ শতাংশ বেতন কমানো হবে।

পাঁচ বছরের এই চুক্তি ঘোষণা করা হয় মঙ্গলবার। সেরি আ থেকে অবনমন হওয়া ক্লাবগুলোর ওপর আর্থিক চাপ কমাতে বেতন কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো শেষের পর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম।

নতুন নিয়মে স্বয়ংক্রিয়ভাবে বেতন কমবে। তবে দলগুলোর সঙ্গে আগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না।

অবনমনের পর যদি কোনো দল আবার সেরি আয় ফিরে আসে, তাহলে খেলোয়াড়রা আবার আগের বেতনে ফিরে যাবে।

চুক্তিতে খেলোয়াড়ের বয়সের ওপর ভিত্তি করে একটি ন্যূনতম বেতন কাঠামোও ঠিক করা হয়েছে, যা অবনমনের পরেও কমানো যাবে না।

আরও পড়ুন

Lading . . .