প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারার পর কোচ ব্রুনো লাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেনফিকা। নতুন কোচ হিসেবে 'জোসে মরিনিয়োকে নিয়োগ দিতে যাচ্ছে' পর্তুগিজ ক্লাবটি।
ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার আজারবাইজানের ক্লাব কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় বেনফিকা। পরদিনই বিবৃতি দিয়ে তারা জানায়, চুক্তি বাতিল করতে লাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা।
পর্তুগিজ টিভি স্টেশন আরটিপি-এর খবর, ৪৯ বছর বয়সী লাগের জায়গায় অভিজ্ঞ মরিনিয়োকে কোচ হিসেবে নিতে যাচ্ছে বেনফিকা।
গত অগাস্টে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে হারার পর ফেনেরবাচে ছাড়েন রেয়াল মাদ্রিদ, চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ মরিনিয়ো। তার নিয়োগের খবর নিয়ে রয়টার্সের ইমেইলে করা অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি বেনফিকা।
চেলসিতে প্রথম মেয়াদে ২০০৫ ও ২০০৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন মরিনিয়ো। দ্বিতীয় মেয়াদে ২০১৪-১৫ মৌসুমে জেতেন আরেকবার।
২০০৮ সালে তিনি ইন্টার মিলানের যোগ দেন এবং ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতালিয়ান কোনো দলের হয়ে প্রথমবার ট্রেবলের কীর্তি গড়েন।
রেয়াল মাদ্রিদ, এএস রোমা ও ম্যানচেস্টার ইউনাইটেডেও শিরোপা জিতেছেন মরিনিয়ো। গণমাধ্যমের খবর সত্যি হলে, এবার তার কাঁধে থাকবে বেনফিকাকে পর্তুগিজ লিগের চূড়ায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। গত দুই মৌসুমে স্পোর্তিং সিপির পেছনে থেকে লিগে রানার্সআপ হয়েছে দলটি।
ঘরোয়া লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে দলটি। আগামী শনিবার ফের মাঠে নামবে তারা। খেলবে এভিএস ফুটবল এসএডি’র মাঠে।
বেনফিকার কোচ হলে চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক দুই দলের মুখোমুখি হবেন মরিনিয়ো। আগামী ৩০ সেপ্টম্বর চেলসি ও জানুয়ারিতে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বেনফিকা।