Advertisement
  • হোম
  • খেলা
  • সাগরিকা ও মুনকির নৈপুণ্যে লাওসকে হারিয়ে শুরু বাংলা...

সাগরিকা ও মুনকির নৈপুণ্যে লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

লাওসের জালে বল জড়িয়ে সতীর্থদের সঙ্গে সাগরিকার উল্লাস। ছবি: বাফুফে
লাওসের জালে বল জড়িয়ে সতীর্থদের সঙ্গে সাগরিকার উল্লাস। ছবি: বাফুফে

কিক অফের পর থেকেই শুরু আক্রমণ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলছিল না গোল। অবশেষে ৩৬তম মিনিটে ম্যাচের ডেডলক খুললেন সাগরিকা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করলেন মুনকি আক্তার। ম্যাচ জুড়ে আধিপত্য করে স্বাগতিক লাওসকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের বাছাই শুরু করল বাংলাদেশ।

লাওস জাতীয় স্টেডিয়ামে বুধবার বাছাইয়ের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন সাগরিকা। শেষ দিকে লাওসের ব্যবধান কমানো গোলটি করেন আন্না কেও ওনসি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তিমুর লেস্তের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। গ্রুপের ফেভারিট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হেরে বাছাই শুরু করেছে তিমুর লেস্তে।

কিক অফ থেকেই ওঠা আক্রমণে কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। চতুর্দশ মিনিটে গোলমুখে বল পেয়েও তৃষ্ণা রানী টোকা দিতে পারেননি। দারুণ ক্ষিপ্রতায় বল গ্লাভসে জমান গোলরক্ষক।

লাওসের রক্ষণে চাপ ধরে রাখলেও সাগরিকা, তৃষ্ণাদের অধিকাংশ শট যাচ্ছিল গোলরক্ষক বরাবর। অবশেষ কর্নারে হেডে সাগরিকার লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ।

কাঙ্ক্ষিত গোল এনে দিলেন সাগরিকা, বাঁধনহারা উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ। ছবি: বাফুফে
কাঙ্ক্ষিত গোল এনে দিলেন সাগরিকা, বাঁধনহারা উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ। ছবি: বাফুফে

দ্বিতীয়ার্ধেও একই চিত্রনাট্য। ম্যাচের লাগাম মুঠোয় রেখে ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এক ছুটে বক্সে ঢুকে গায়ের সাথে সেঁটে থাকা এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন মুনকি।

ম্যাচ জুড়ে পোস্টে তেমন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি স্বর্ণা রানী মন্ডলকে। ৭০তম মিনিটে আন্না কেও ওনসি শট নেওয়ার আগেই ছুটে গিয়ে বল গ্লাভসে জমিয়ে তিনি হতাশ করেন লাওসকে। একটু পরই সাগরিকার হেড ফেরে ক্রসবার কাঁপিয়ে।

৮৭তম মিনিটে ওনসির কাছেই স্বর্ণা পরাস্ত হলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় লাওস। স্বাগতিকদের সেই আনন্দ মাটি হয়ে যায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। গোলমুখে সতীর্থের ছোট পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন সাগরিকা। তাতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

Lading . . .