Advertisement
  • হোম
  • খেলা
  • ভিয়েতনামের বিপক্ষে হেরে শুরু যুবাদের

ভিয়েতনামের বিপক্ষে হেরে শুরু যুবাদের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শুরুটা ভালো হলো না যুবাদের। ছবি: বাফুফে
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শুরুটা ভালো হলো না যুবাদের। ছবি: বাফুফে

প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও পারল না ঘুরে দাঁড়াতে। ভিয়েতনামকে তেমন কোনো পরীক্ষায়ও ফেলতে পারল না যুবারা। হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই শুরু করল বাংলাদেশ।

ভিয়েত ত্রি স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

একাদশ মিনিটে এনগুয়েন ফি হোয়াংয়ের বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। তবে তাদের গোলের অপেক্ষা দীর্ঘ হয়নি। চার মিনিট পরই সতীর্থের থ্রু পাস ধরে বাম দিক দিয়ে আক্রমণে উঠে এনগুয়েন এনগোচ মাই কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন। পোস্টে মেহেদী হাসান শ্রাবণ ছিলেন না খুব একটা সক্রিয়।

প্রথমার্ধের শেষ দিকে ভিয়েতনামকে চাপ দিতে থাকে বাংলাদেশ। ৩৪তম মিনিটে শেখ মোরসালিনের ফ্রি-কিক যায় গোলকিপার বরাবর। একটু পর বক্সে ঢুকে আল আমিনের দুর্বল শট গোলকিপার সহজেই ফেরান।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল ভিয়েতনামের। ৫৯ মিনিটে জুয়ান বাকের ভলি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ৬২তম মিনিটে বাকের আরেকটি শট কর্নারের বিনিময়ে ফেরান শ্রাবণ। ৭৪তম মিনিটে লে ভিক্তরের ভলিও বিপদমুক্ত করেন তিনি।

শ্রাবণের প্রতিরোধে এ অর্ধে গোল পাচ্ছিল না ভিয়েতনাম। ৭৭তম মিনিটে গুইয়েন কুয়োক ভিয়েতের শট তিনি ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ভিক্তরের ফিরতি শট ক্রস লেগে ফেরে।

ভিয়েতনাম ব্যবধান দ্বিগুণ করা গোল পেয়ে যায় ৮২তম মিনিটে। কর্নার থেকে ফাম ডি লুকের হেড পাসে লি ভিক্তর হেডেই জড়িয়ে দেন জালে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে বাছাই শুরু করেছে ইয়েমেন।

Lading . . .