Advertisement
  • হোম
  • খেলা
  • ২০২৯ সালেই কি আসছে ৪৮ দলের ক্লাব বিশ্বকাপ?

২০২৯ সালেই কি আসছে ৪৮ দলের ক্লাব বিশ্বকাপ?

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

24obnd

৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। শুরুতে প্রতিযোগিতাটির বিরোধিতা করলেও এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কণ্ঠে।

স্প্যানিশ জায়ান্টরা চাইছে, চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হোক। এই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং নাপোলি।

যুক্তরাষ্ট্রে আয়োজিত নব আঙ্গিকের এই বিশ্বকাপ নিয়ে বিতর্ক থাকলেও বাণিজ্যিক সাফল্য পেয়েছে ফিফা। যদিও রিয়ালের মাঠের ফলাফল ভালো ছিল না, তবে এই ফরম্যাট ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নজর কেড়েছে। তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের মডেলের সঙ্গে মিল থাকায় রিয়াল নতুন প্রস্তাব দিয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে ফিফা ইতিবাচক সাড়া দিয়েছে। এতে শুধু সময়সূচিই বদলাবে না, অংশগ্রহণকারী দলও বাড়তে পারে, ৩২ থেকে বেড়ে হবে ৪৮। সম্ভাব্য সময় ধরা হচ্ছে ২০২৯ সাল। তবে ২০২৭ সালের টুর্নামেন্ট ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে থাকায় তখন নতুন করে ক্লাব বিশ্বকাপ যুক্ত করা সম্ভব নয়।

এদিকে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ইতিমধ্যে খেলোয়াড়দের ওয়ার্কলোড বাড়ানোর অভিযোগ তুলে ফিফার সমালোচনা করেছে। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স মনে করেন, ফিফার কাজ আন্তর্জাতিক ফুটবলকে এগিয়ে নেওয়া, ক্লাব ফুটবলের ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করা নয়।

ইতিমধ্যে কাতার, মরক্কো ও স্পেন ৪৮ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে উয়েফার অবস্থানের ওপর। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাজি হলে অন্য ক্লাব ও কনফেডারেশনগুলোও সহজেই এতে সায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .