২ ম্যাচে জয় নেই, সমর্থকদের ক্ষোভের কারণ বুঝতে পারছেন সিমেওনে
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

মৌসুম শুরুর ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও পেতে হয় হারের তেতো স্বাদ। আর এবার দ্বিতীয় স্তর থেকে উঠে আসা দলের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্সে ড্রয়ের ধাক্কা। দুই ম্যাচ খেলেও জয় না মেলায় ফুঁসে উঠেছে আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। কোচ দিয়েগো সিমেওনের মতে, ভক্তদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে।
গত সপ্তাহে এস্পানিওলের মাঠে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আতলেতিকো শেষ দিকে দুই গোল হজম করে হেরে বসে। আর শনিবার লা লিগায় দ্বিতীয় ম্যাচে এলচের বিপক্ষে অষ্টম মিনিটেই আলেকসান্দার সরলথের গোলে এগিয়ে যায় সিমেওনের দল। কিন্তু সাত মিনিট পরই গোলটি শোধ করে দেন রাফা মির।
পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে, গোলের জন্য ১৮ শটের ছয়টি লক্ষ্যে রেখেও দ্বিতীয় গোল আর করতে পারেনি গতবারের লা লিগায় তৃতীয় হওয়া আতলেতিকো।
পরপর দুই ম্যাচে প্রিয় দলের হতাশাজনক পারফরম্যান্স দেখে মাঠেই ক্ষোভ প্রকাশ করে ক্লাবটির অনেক সমর্থক। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সিমেওনে বলেন, “তারা সঠিক প্রতিক্রিয়াই দেখিয়েছে। তাদের মতো আমাদের মনোভাবও একই।”
“জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। আমাদের দলে যেসব খেলোয়াড় আছে, তাদের মানকে যথাসম্ভব কাজে লাগানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। আমি নিশ্চিত, শান্ত থেকে, ধৈর্য ধরে কঠিন পরিশ্রম করে যেতে পারলে আমরা প্রত্যাশিত ফল অর্জন করতে পারব।”
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩ নম্বরে নেমে গেছে মাদ্রিদের দলটি। ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এলচে।