Advertisement
  • হোম
  • খেলা
  • হ‍্যান্ডবলের নিয়ম নিয়ে সবাই দ্বিধান্বিত, বললেন এমব...

হ‍্যান্ডবলের নিয়ম নিয়ে সবাই দ্বিধান্বিত, বললেন এমবাপে

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

অনেক দিন ধরেই ফুটবলে হ‍্যান্ডবলের নিয়ম নিয়ে বিতর্ক চলছে। বারবার নিয়ম পাল্টানোয় ফুটবলার ও কোচরাও বুঝতে পারেন না কোনটা হ‍্যান্ডবল, কোনটা নয়। নতুন করে এই বিতর্ক সামনে এলো রেয়াল মাদ্রিদ ও মার্সেইয়ের ম‍্যাচ দিয়ে। সেখানে শেষ দিকে হ‍্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে রেয়ালকে ৩ পয়েন্ট এনে দেন কিলিয়ান এমবাপে। এটা যে পেনাল্টি ছিল তাতে নিশ্চিত এই ফরাসি ফরোয়ার্ড। তবে বললেন, হ‍্যান্ডবলের নিয়ম নিয়ে সংশয়ে থাকেন তারা সবাই।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ২-১ গোলের জয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রেয়াল। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দিয়েছেন এমবাপে।

দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রের একটি শট ডি-বক্সে ফাকুন্দো মেদিনার জুতা ছুঁয়ে হাতে বল লাগলে ম‍্যাচে দ্বিতীয়বার পেনাল্টি পায় রেয়াল। ৮১তম মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ম‍্যাচ শেষে এই পেনাল্টি নিয়ে নিজের মত জানালেন ফরাসি অধিনায়ক।

“হ্যান্ডবলের সিদ্ধান্ত বিশ্লেষণ করা খুবই জটিল। আমার কাছে, এটা পেনাল্টি, তবে আমি বুঝতে পারছি কেউ কেউ সেটা মনে করেন না। এই নিয়ম নিয়ে আমরা সবাই দ্বিধান্বিত। তারা বলেছে এটা পেনাল্টি, আমি শট নিয়েছি এবং গোল করেছি।”

যারা দ্বিমত পোষণ করছেন তাদের মধ‍্যে আছেন মার্সেই কোচ রবের্তো দে জেরবি। তিনি কোনোভাবেই রেফারির সিদ্ধান্ত মানতে পারছেন না।

“দ্বিতীয় পেনাল্টি লজ্জাজনক। এটা পেনাল্টি ছিল না। যদি আমার দলের পক্ষে আসতো তবুও আমি এটাই বলতাম। এটা কখনোই পেনাল্টি নয়।”

Lading . . .