প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫ সালের এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। 'বি' গ্রুপের লড়াইয়ে আগামীকাল বৃহস্পতিবার আবুধাবিতে মাঠে নামবে তারা। এর আগের দিন সুখবর পেলেন টাইগার অধিনায়ক লিটন দাস। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হলো এই ডানহাতি ব্যাটারের।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের সুবাদে ছয় ধাপ এগিয়েছেন লিটন। তিনি এখন অবস্থান করছেন ৪১ নম্বরে।
ঘরের মাঠে ২-০ ব্যবধানে জেতা সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন ৩০ বছর বয়সী তারকা। প্রথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৫৪ ও ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৪৬ বল মোকাবিলায় ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে লিটনের উপরে আছেন কেবল একজন। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম রয়েছেন ৩৯তম স্থানে। তিনি অবশ্য পিছিয়েছেন তিন ধাপ।
সেরা পঞ্চাশে আর আছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। আগের মতোই ৪৮ নম্বরে তার অবস্থান। উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকেরও উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে তিনি রয়েছেন ৬০তম স্থানে।
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার এক ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে।
সেরা পঞ্চাশে আরও রয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান (এক ধাপ পিছিয়ে ১৮তম), লেগ স্পিনার রিশাদ হোসেন (তিন ধাপ পিছিয়ে ২৪তম), ডানহাতি পেসার (আগের মতোই ২৫তম) ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব (আট ধাপ পিছিয়ে ৪৭তম)।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পঞ্চাশে বাংলাদেশের কেবল একজন রয়েছেন। ৩৯ নম্বরে অবস্থান শেখ মেহেদীর।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা, বোলারদের মধ্যে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।