Advertisement
  • হোম
  • খেলা
  • সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পিএসজি কোচ

সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পিএসজি কোচ

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততার কারণে ক্লাব ফুটবলে আপাতত চলছে বিরতি। এই সময়টাতেই চোটে পড়লেন লুইস এনরিকে। সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে গেছে পিএসজি কোচের।

পিএসজি সামাজিক মাধ্যমে জানায়, শুক্রবার সাইকেল দুর্ঘটনায় পড়ার পর এনরিকের চিকিৎসা সেবা দেয় জরুরি বিভাগ এবং কলারবোন ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার হবে তার।

কোচের সুস্থ হতে কতদিন লাগবে বা কতদিনে তিনি কোচিংয়ে ফিরতে পারবেন, এসবের বিস্তারিত জানায়নি পিএসজি।

স্পেন, রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার পরে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করে পিএসজির দায়িত্ব নেন ২০২৩ সালে। ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ গত মৌসুমে তার কোচিংয়ে ঐতিহাসিক ট্রেবল জয় করে পিএসজি। নতুন মৌসুম শুরু করেছে তারা লিগে টানা তিন জয়ে।

সাইকেলপ্রেমী হিসেবে পরিচিতি আছে তার বরাবরই। প্যারিসের পথে পথে প্রায়ই সাইকেলে ঘুরে বেড়াতে দেখা যায় ৫৫ বছর বয়সী কোচকে।

আরও পড়ুন

Lading . . .