Advertisement
  • হোম
  • খেলা
  • পেনাল্টি মিস করে, হোঁচট খেয়ে, রেফারিকে দুষলেন ফের্...

পেনাল্টি মিস করে, হোঁচট খেয়ে, রেফারিকে দুষলেন ফের্নান্দেস

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

রেফারি ক্রিস ক্যাভানাহর সঙ্গে ব্রুনো ফের্নান্দেস (ডানে)। ছবি: রয়টার্স।
রেফারি ক্রিস ক্যাভানাহর সঙ্গে ব্রুনো ফের্নান্দেস (ডানে)। ছবি: রয়টার্স।

ম্যাচের ঘড়িতে আধা ঘণ্টা পেরুনোর একটু পরই যে পেনাল্টিটি পায় ম্যানচেস্টার ইউনাইটেড, উড়িয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন ব্রুনো ফের্নান্দেস। তার ওই ব্যর্থতা ম্যাচের ফলে বড় প্রভাব ফেলে, ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। পরে সংবাদ সম্মেলনে পেনাল্টিটি নেওয়ার সময়ের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরেন তিনি। সেজন্য রেফারির ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মনে করেন দলটির অধিনায়ক।

ফুলহামের মাঠে ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পরও, দ্বিতীয়ার্ধে রদ্রিগো মুনিজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। পরে ঘুরে দাঁড়িয়ে বদলি নামা এমিল স্মিথ রোর গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের ৩৩তম মিনিটে ম্যাসন মাউন্ট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এগিয়ে আসেন ফের্নান্দেস।

পেনাল্টি স্পটে বল রেখে পেছনে যাওয়ার সময় রেফারি ক্রিস ক্যাভানাহর সঙ্গে ধাক্কা লাগে তার। তাতে ইউনাইটেড অধিনায়কের মনোযোগে বিঘ্ন ঘটে এবং পুনরায় তিনি স্পটে বল ঠিকঠাক রেখে নতুন করে শুরু করেন। কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মেরে হতাশায় নুইয়ে পড়েন পর্তুগিজ মিডফিল্ডার।

রেফারির সঙ্গে ওই ধাক্কা লাগার ঘটনাকে অবশ্য অজুহাত হিসেবে দেখাননি ফের্নান্দেস। তবে সংবাদ সম্মেলনে ঘটনাটির উল্লেখ করে বলেন, ক্যাভানাহ দু:খপ্রকাশ করবে বলে ভেবেছিলেন তিনি।

“আমি হতাশ ছিলাম। পেনাল্টি শট যে নেয়, তার ওই নির্দিষ্ট সময়ের নিজস্ব কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো একেবারে নিজের মতো করে। রেফারি দু:খপ্রকাশ না করায় আমার খারাপ লেগেছিল…তবে এটা পেনাল্টি মিস করার পেছনে অজুহাত নয়।”

“বলে আমার শটটা খুব খারাপ হয়েছিল। বলের অনেক নিচে আমার পা পড়েছিল আর একারণেই বল ক্রসবারের ওপর দিয়ে যায়।”

এবারের প্রিমিয়ার লিগে দুই ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি ইউনাইটেড্। আসরে প্রথম ম্যাচে গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে হেরেছিল তারা।

১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে আছে গত মৌসুমেও ভীষণ বাজে সময় কাটানো হুবেন অ্যামুরির দল।

Lading . . .