Advertisement
  • হোম
  • খেলা
  • হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দেম্বেলে, দুশ্চিন্তায় প...

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দেম্বেলে, দুশ্চিন্তায় পিএসজি

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

উসমান দেম্বেলের চোট নিয়ে শঙ্কার খবর আগেই শোনা গিয়েছিল। তবে ফ্রান্সের বিশ্বকাপ বাছাই শুরুর ম্যাচে ঠিকই মাঠে নামলেন তিনি এবং তাতেই বাঁধল বিপত্তি। ইউক্রেইনের বিপক্ষে ম্যাচে অল্প সময় খেলার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন মাঠের বাইরে।

তার এই চোট পিএসজির জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, ১২ দিন পরেই যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন দেম্বেলে। কিন্তু ডান ঊরুতে চোট পেয়ে ৩৫ মিনিট খেলেই উঠে যেতে বাধ্য হন এই ফরোয়ার্ড। মাঠ থেকে কিছুটা খুঁড়িয়ে বের হওয়ার সময় তাকে ঊরুর পেছনের অংশ চেপে ধরে রাখতে দেখা যায়।

ম্যাচের একদিন আগে ফরাসি গণমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়, হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই ফ্রান্স দলে যোগ দিয়েছেন এই উইঙ্গার। গত বুধবার দলের সঙ্গে তাকে অনুশীলনে দেখা যায়নি বলেও দাবি করে ওই পত্রিকা।

দেম্বেলের চোট পাওয়া এবং তার মাঠ ছেড়ে যাওয়ার সময় ডাগআউটে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের অভিব্যক্তিতে হতাশা ফুটে ওঠে। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা এখন নেই বললেই চলে।

এদিকে, দলের সেরা তারকা আবার চোটে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার ক্লাব।

ফরাসি গণমাধ্যম লেকিপ তাদের প্রতিবেদনে লিখেছে, দেম্বেলে ক্লান্ত বোধ করছিলেন এবং এই অবস্থায় খেলালে যে চোট ঝুঁকি বাড়বে, সেটা ফ্রান্স জাতীয় দলের মেডিকেল স্টাফকে নাকি আগেই জানিয়েছিল ক্লাবটি। তারপরও তাকে মাঠে নামানোয় এবং একই চোট পাওয়ায় ক্ষেপেছে পিএসজি।

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান। ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা খেলবে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। আর ১ অক্টোবর তারা মুখোমুখি হবে দেম্বেলের সাবেক ক্লাব বার্সেলোনার।

Lading . . .