Advertisement
  • হোম
  • খেলা
  • ফ্রি-কিকে ভিয়েৎসের চোখধাঁধানো গোল, জার্মানির প্রথম...

ফ্রি-কিকে ভিয়েৎসের চোখধাঁধানো গোল, জার্মানির প্রথম জয়

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রি-কিকে দুর্দান্ত গোল করে ফ্লোহিয়ান ভিয়েৎসের উল্লাস। ছবি: রয়টার্স
ফ্রি-কিকে দুর্দান্ত গোল করে ফ্লোহিয়ান ভিয়েৎসের উল্লাস। ছবি: রয়টার্স

আগের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারল না জার্মানি। বিরতির পর তুলনামূলক ভালো খেলল তারা। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যাওয়ার পর ফ্রি-কিকে দুর্দান্ত একটি গোল করলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। নর্দান আয়ারল্যান্ডকে হারাল ইউলিয়ান নাগেলসমানের দল।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে রোববার রাতে ৩-১ গোলে জিতেছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল দলটি।

সের্গে জিনাব্রি শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান ইসাক প্রাইস। নাদিম আমিরি স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান ভিয়েৎস।

স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরুর পর প্রথম জয়ের দেখা পেল জার্মানি।

গোটা ম্যাচে প্রায় ৮০ শতাংশ পজেশন রাখা জার্মানি প্রথমার্ধে লক্ষ্যে শট রাখতে পারে মাত্র একটি। পরের ধাপে উন্নতি হয় তাদের, সব মিলিয়ে গোলের জন্য দলটির ১১টি শটের ৬টি ছিল লক্ষ্যে। আয়ারল্যান্ডের ৩ শটের একটি লক্ষ্যে ছিল।

স্লোভাকিয়া ম্যাচ থেকে এই ম্যাচের একাদশে বড় রদবদলের ঘোষণা আগেই দিয়েছিলেন নাগেলসমান। শুরুটাও ভালো হয় তাদের। সমর্থকদের উল্লাসে ভাসিয়ে সপ্তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। নিক ভল্টামাডার পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন জিনাব্রি।

সেই গোল আয়ারল্যান্ড শোধ করে দেয় ৩৪তম মিনিটে। কর্নারে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ইসাক প্রাইস।

প্রথমার্ধে গোলের একটি করে শটই কেবল লক্ষ্যে রাখতে পারে দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় জার্মানি। ৬৩তম মিনিটে জোড়া সেভে তাদের হতাশ করেন সফরকারী গোলরক্ষক। ৬৭তম মিনিটে ভিয়েৎসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।

দুই মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে আবার এগিয়ে যায় জার্মানি। মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা করে বল বাড়ান জার্মানির ডেভিড রাউম। গোলরক্ষক কিছুটা সামনে এগিয়ে ছিলেন, বল বাঁক খেয়ে চলে যায় তার পাশ দিয়ে। আর ফাঁকা জালে বল পাঠান আমিরি।

সেই রেশ থাকতেই ৭২তম মিনিটে ব্যবধান বাড়ান ভিয়েৎস। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।

শেষ দিকে জার্মানির একটি শট প্রতিহত হয় রক্ষণে, তাই ব্যবধান আর বাড়েনি।

একই সময়ে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। ২ ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দুইয়ে ও জার্মানি তিনে আছে। দুটিই হেরে তলানিতে লুক্সেমবার্গ।

মেরিনোর হ্যাটট্রিক, তুরস্কের জালে ভয়ঙ্কর স্পেনের ৬

Lading . . .