Advertisement
  • হোম
  • খেলা
  • তিন ম্যাচের দুটিতে খেলতে না পারার হতাশা লুকালেন না...

তিন ম্যাচের দুটিতে খেলতে না পারার হতাশা লুকালেন না জামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

নেপালের বিপক্ষে লড়াইয়ের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী জামাল (ডানে), সঙ্গে ফিটনেস ট্রেনার জোসেফ মারিয়া। ছবি: বাফুফে
নেপালের বিপক্ষে লড়াইয়ের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী জামাল (ডানে), সঙ্গে ফিটনেস ট্রেনার জোসেফ মারিয়া। ছবি: বাফুফে

ভারত, ভুটান ও সিঙ্গাপুর- এই তিন দলের বিপক্ষে বাংলাদেশের সবশেষ তিন ম্যাচের মাত্র একটিতেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন জামাল ভূঁইয়া। সেটি ভুটানের বিপক্ষে। ওই প্রীতি ম্যাচেই হামজা চৌধুরীর গোলে অ্যাসিস্ট ছিল তার। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে তিনি ছিলেন বেঞ্চে। নেপালের বিপক্ষে আসছে দুই ম্যাচ সামনে রেখে বুধবার অনুশীলনের ফাঁকে এই ডিফেন্সিভ মিডফিল্ডার অকপটে বললেন, দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে না পারার হতাশার কথা।

বাংলাদেশ আগামী ৬ ও ৯ সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবরে হংকং ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচগুলো সামনে রেখে এই দুই ম্যাচে নিজেদের পরখ করে নিতে চান হাভিয়ের কাবরেরা। জামালের মতো অভিজ্ঞদের দিতে চান পর্যাপ্ত গেম টাইম।

এই ম্যাচ দুটি ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-১৯ দলের আট তরুণের জন্যও নিজেদের মেলে ধরার সুযোগ। মাঠের লড়াইয়ের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ৩৫ বছর বয়সী জামাল।

“এখানে অনুশীলন ভালো হচ্ছে। আমি ফিঠ হয়ে যাব। ইনশাল্লাহ আমরা (নেপালে) জিতব। এবার আমরা জিততে পারি। যারা আছে তাদের পারফর্ম করতে হবে। কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। শেষ তিন ম্যাচে আমি শুধু এক ম্যাচে খেলেছি। ভুটানের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছি। পরবর্তী ম্যাচে আমি খেলব কি না, এটা কোচের সিদ্ধান্ত। তবে অবশ্যই (আগের তিন ম্যাচের দুটিতে) খেলতে না পেরে খারাপ লেগেছে।”

“ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। ফুটবলে এমনটা স্বাভাবিক। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনাদের এখানেও প্রতিদ্বন্দ্বিতা আছে, তাই না? আমাদের দল ইতোমধ্যে তরুণ। কোচের সামনে তাদের পারফর্ম করার একটা ভালো সুযোগ (নেপাল সফর)।”

ক্যাম্পে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের এখনও না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন হাভিয়ের কাবরেরা। জামালের মতেও, এর প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে অবশ্য কথা বলতে আগ্রহী নন তিনি।

“অবশ্যই এটা একটু প্রভাব ফেলবে। তবে যারা আছে তারা ভালো অনুশীলন করছে। এটা অবশ্য বসুন্ধরা কিংস ও বাফুফের ব্যাপার, আমার না।”

Lading . . .