প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মারাত্মক এক ভুল করে সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার সিটির জেমস ট্র্যাফোর্ড। কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়ে দলটির কোচ পেপ গুয়ার্দিওলা বলছেন, মৌসুমের প্রথম ম্যাচে ভালো করায় এই গোলরক্ষককে আবার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে হারে ম্যানচেস্টার সিটি।
বিরতির আগে সিটির দ্বিতীয় গোল হজমের পুরো দায় ছিল ট্র্যাফোর্ডের। ডি-বক্সে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড় থাকার পরও জোরাল শটে ক্লিয়ার করার চেষ্টা করেননি তিনি, বরং সামনেই সতীর্থকে আলতো পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন। এরপর রিশার্লিসনের পা হয়ে বল পেয়ে জোরাল শট নেন পালিনিয়া, আরেকজনের গায়ে লেগে বল ঠিকানা খুঁজে পায়।
আট বছর ধরে সিটির প্রথম পছন্দের গোলরক্ষক এদেরসন গত সপ্তাহে লিগে প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে। টটেনহ্যামের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন এই ব্রাজিলিয়ান।
তিনি সিটি ছেড়ে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, পিএসজিকে বিদায় জানানো ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে পেতে আগ্রহী সিটি।
যদিও এদেরসনের ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন গুয়ার্দিওলা। একই সঙ্গে ট্র্যাফোর্ডকে খেলানোর কারণ ব্যাখ্যা করলেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
“জেমস প্রথম ম্যাচে ভালো খেলেছিল এবং আমি তাকে একাদশে রাখার সিদ্ধান্ত নিই। গোলরক্ষক একটি বিশেষ পজিশন। অবশ্যই পোস্টে আরও ধারাবাহিক থাকতে হবে।”
“যখন মৌসুমের প্রথম অংশে সকল খেলোয়াড়কে নিয়ে আমি সিদ্ধান্ত নিই, যারা একটি বা দুটি ম্যাচ খেলে, তখন সবাই ভাবে ‘তাহলে এটাই শুরুর লাইন-আপ, এই খেলোয়াড়রা খেলবে।’ কিন্তু এত বেশি ম্যাচ যে, সবাই খেলবে। (ট্রাফোর্ডকে খেলানোর ব্যাপারে) আজই (শনিবার) আমি সিদ্ধান্ত নিয়েছিলাম।”