‘ভিনিসিউসের আচরণ রেয়াল মাদ্রিদের সঙ্গে মানানসই নয়’
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে ভিনিসিউস জুনিয়রের আচরণের সমালোচনা ও বিশ্লেষণ চলছেই। ৩-০ ব্যবধানের জয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবদান নয়, বরং রেফারি ও দর্শকদের প্রতি তার ‘আপত্তিকর ইঙ্গিত’ নিয়ে হচ্ছে চর্চা। রেয়াল মাদ্রিদ গ্রেট প্রেদ্রাগ মিয়াইতোভিচ যেমন বলেছেন, আচরণগত সমস্যার কারণে ভিনিসিউসকে সান্তিয়াগো বের্নাবেউয়ে রাখা উচিত কিনা সেটা বিবেচনা করা উচিত।
২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা ওবিয়েদোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ভিনিসিউস। কিলিয়ান এমবাপের দ্বিতীয় গোলে অবদান রাখার পর নিজেও একটি গোল করেন তিনি।
এক পর্যায়ে ওবিয়েদোর সমর্থকদের দিকে দুই আঙুল দেখিয়ে ইঙ্গিত করেন ভিনিসিউস, যার অর্থ হতে পারে দ্বিতীয় বিভাগ। লম্বা সময় স্প্যানিশ ফুটবলের এই স্তরেই ছিল ওবিয়েদো।
রেয়াল মাদ্রিদকে নিয়ে বরাবরই সরব দলটির সাবেক স্পোর্টিং ডিরেক্টর ও খেলোয়াড় মিয়াইতোভিচ। আগেও বিভিন্ন সময়ে ভিনিসিউসের সমালোচনা করেছেন তিনি। এবার যেন সেসবকে ছাড়িয়ে গেলেন।
“এই মুহূর্তে শাবি আলোন্সো পরিষ্কার করেছেন যে, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের তিনি দলে চান। আনচেলত্তির দলে ভিনির শক্ত জায়গা ছিল। কিন্তু সে আগে কী করেছে, সেটা শাবি পাত্তা দিচ্ছে না।”
“কিছু ব্যাপার কখনও পাল্টায় না। আমার দিক থেকে, এই আচরণ রেয়াল মাদ্রিদের জার্সিতে মানানসই নয়। সবার সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়েই তার নিজেকে অনুপ্রাণিত করতে হবে। সে অসাধারণ খেলোয়াড়; কিন্তু এখানে থাকার জন্য সে উপযুক্ত কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে।”