Advertisement

পুমাসের বিপক্ষে নেই মেসি

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি। ছবি: রয়টার্স
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো আশাবাদী, চোটের জন‍্য খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না তার এক সময়ের সতীর্থ লিওনেল মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফেরার সম্ভাব‍্য সময়সীমা নিশ্চিত করেননি তিনি। তবে এটা নিশ্চিত করেছেন যে, মায়ামির পরের ম‍্যাচে খেলছেন না মেসি।

লিগস কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে পুমাস ইউএনএএমের মুখোমুখি হবে মায়ামি।

এই প্রতিযোগিতায় নেকাক্সার বিপক্ষে দলের আগের ম‍্যাচে ডান পায়ের পেশিতে চোট পান মেসি। একাদশ মিনিটে মাঠ ছেড়ে সরাসরি লকার রুমে চলে যান আর্জেন্টিনা অধিনায়ক।

মাসচেরানো মঙ্গলবার সংবাদ সম্মলেন মেসির চোটের বর্তমান অবস্থা নিয়ে বলেন।

“হ‍্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি। ক্লাব একটা বিবৃতি দিয়েছে এবং সেটা খুবই পরিষ্কার। এটা ছোট একটা চোট। খারাপ খবরের মধ‍্যে, এটা ভালো খবর।”

“আমরা ফেরার দিনক্ষণ অনুমান করা পছন্দ করি না, বিশেষত লিওর (ক্ষেত্রে)।” সে সাধারণ খুব ভালোভাবে সেরে ওঠে। এমনিতে সেটা ঘটে ভালো গতিতে। তাই আমরা দেখব, তবে এটা পরিষ্কার যে আগামীকাল তাকে পাওয়া যাবে না। তবে এরপর আমরা দেখব সে কেমন অনুভব করছে, কেমন উন্নতি করছে।”

পুমাসের বিপক্ষে ম‍্যাচের পর এমএলএসের নিয়মিত মৌসুমের ম‍্যাচে রোববার অরল‍্যান্ডো সিটির বিপক্ষে খেলবে মায়ামি।

Lading . . .