প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে। অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকআপ) গাড়িতে ৪টি ভারতীয় মহিষসহ গাড়ির চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে।
আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা গাড়ি ডাম্পিংয়ের জন্য থানা পুলিশের জিম্মায় ও গাড়িতে থাকা ৪টি মহিষ বিধিমোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধিমোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।