প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় জন্মনিবন্ধন সনদে বয়স বাড়ানোর জন্য এসএসসি পাসের জাল সনদ তৈরি এবং এ কাজে সহায়তার অপরাধে দুই তরুণকে ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহিষের বাতান গ্রামের স্বপন মিয়া (১৯) এবং উপজেলার উকিলপাড়া এলাকার শফিকুল ইসলাম রাব্বী (২০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে স্বপন মিয়া জন্মনিবন্ধন সনদে বয়স বাড়ানোর জন্য একটি এসএসসি পাসের জাল সনদ নিয়ে ইউএনও কার্যালয়ে যান। সনদে নানা অসঙ্গতি লক্ষ্য করে ইউএনওর সন্দেহ হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বপন বিষয়টি স্বীকার করেন। পরে সন্ধ্যায় ইউএনও স্বপনকে নিয়ে জাল সনদ তৈরির প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ জব্দ করে এবং স্বপন ও রাব্বীকে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করায় সন্ধ্যা ৭টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত স্বপন ও রাব্বীকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জব্দকৃত ল্যাপটপ থানায় জমা দেওয়া হয় এবং দোকানটি সিলগালা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় সাংবাদিকদের বলেন, জাল এসএসসি পাসের সনদ তৈরি করায় ও এই কাজে সহায়তা করায় দুই তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ল্যাপটপ জব্দ এবং সংশ্লিষ্ট দোকানটি সিলগালা করা হয়েছে।