Advertisement

সিলেটে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালবেলা

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটে ছিনতাইকারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডালিম আহমদ (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডালিম আহমদ ময়মনসিংহ জেলার থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো জিয়াউল হক বলেন, ছিনতাইকারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডালিম আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Lading . . .