সড়কে তিন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির আলম সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল কুদ্দুস আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানি ও সিপিসি-৩ (সুনামগঞ্জ কোম্পানি)-এর একটি যৌথ অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের মামলায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় দ্রুতগামী একটি বাস উল্টো পথে (রং সাইডে) গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম নিহত হন।
এই দুর্ঘটনায় আরও আহত হন শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ঐশী রানী পাল (১৮) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক রশিদ আহমেদ। আহতদের মধ্যে ঐশী রানী পালকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ কালবেলাকে জানান, গ্রেপ্তার ঘাতক চালককে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া র্যাবের গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।