Advertisement

সিলেটে লুট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

যুগান্তর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সিলেটে লুট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই পাথর উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানি টহল ডিউটির সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল লেবার পয়েন্ট এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মজুত রয়েছে।

পরে র‌্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল গত সোমবার বিকালে ধোপাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

আরও পড়ুন

Lading . . .