Advertisement

বিএসএফের পুশইন, ১ বাংলাদেশি ১৮ রোহিঙ্গা আটক

যুগান্তর

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ১ জন বাংলাদেশি নাগরিক এবং নারী ও শিশুসহ ১৭ জন রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ।

মঙ্গলবার সকালে সীমান্ত রেখা হতে ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরের শাহবাজপুর চা বাগান এলাকা থেকে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী তাদের আটক করেছে।

পরিচয় শনাক্তের পর সন্ধ্যায় বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপর ১৭ জন রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (পরিচালক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারত হতে বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশইনকৃত সর্বমোট ১৮ জনকে বিজিবির টহলদল সীমান্তের ৫শ গজ অভ্যন্তর থেকে আটক করেছে। এদের পরিচয় শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মঙ্গলবার সন্ধ্যায় বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

Lading . . .