Advertisement

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ রোহিঙ্গাকে পুশইন বিএসএফের

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার রাতে নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

শুক্রবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি লাতু বিওপির টহলবাহিনী তাদের আটক করেছে।

আটক ২০ রোহিঙ্গা মুসলমানের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১২ জন বিভিন্ন বয়সি শিশু।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দুটার দিকে বড়াইল সীমান্তের ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে আতুয়া গ্রামের মেইন রাস্তা দিয়ে নারী, শিশুসহ ২১ জনের একটি দল হেঁটে শাহবাজপুর বাজারের দিকে যেতে দেখে গ্রামের লোকজন স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজন নিয়ে প্রাথমিকভাবে তাদের বিএসএফের পুশইন করা লোকজন বলে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি বিজিবি লাতু বিওপিকে জানালে টহল বাহিনী তাদের আটক করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি আতুয়া গ্রামের ঘটনাস্থলে যান। দেখতে পান এবং আলাপ করে জানতে পারেন তাদের বিএসএফ বড়াইল এলাকার উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে। তিনি বিজিবিকে খবর দিলে লাতু বিওপির টহলবাহিনী তাদের আটক করে নিয়ে যায়। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে রেখে বিজিবি তাদের পরিচয় শনাক্তের কার্যক্রম চালাচ্ছে।

এ ব্যাপারে জানতে বিজিবি লাতু বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকাল সাড়ে ৫টায় যুগান্তরকে জানান, বিএসএফের পুশইন করা কাউকে বিজিবি এখন পর্যন্ত থানায় সোপর্দ করেনি এবং আটকের কোনো খবরও দেয়নি।

Lading . . .