সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেপ্তার ৮
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বালুচর এলাকার একটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানায় তারা। স্থানীয় ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মামলায় ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।