প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

বন্ধু দিবসে বন্ধুর জন্য উপহার কিনবেন অনেকেই। কার্ড, ফুল, কিংবা কোনো পছন্দের খাবার ট্রিট দেবেন। তা না করে কাজের গ্যাজেট উপহার দিতে পারেন। খুব কম বাজেট হলেও কিনতে পারেন শখের একটি গ্যাজেট। যা আপনার বন্ধুর কাজে আসবে।
আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি গ্যাজেট, যা আপনার বন্ধুর জন্য সেরা পছন্দ হতে পারে-
সস্তায় অনেক ইয়ারবাড পাবেন বাজারে। যেগুলো একবার চার্জ করলে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন। ৫.৩ ভার্সনের ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। টাচ কন্ট্রোল এবং উন্নত বিল্ড-ইন মাইক্রোফোনের সুবিধাও পাবেন অনেক ইয়ারবাডে।
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ আপনার মায়ের শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে। স্মার্টওয়াচ যেমন সময় দেখার প্রয়োজনীয়তা পূরণ করবে তেমনি স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবে।
উপহারের জন্য সেরা একটি গ্যাজেট হতে পারে পাওয়ার ব্যাংক। একসঙ্গে একাধিক ডিভাইস অনায়াসে চার্জ করা যাবে। আপনার বন্ধু যদি ঘুরতে পছন্দ করে তাহলে এটি হবে তার জন্য সেরা একটি উপহার বন্ধু দিবসে।
পোর্টেবল স্পিকারের মধ্যে কম বাজেটে বোট স্টোন ১৩৫ কিনতে পারেন। টানা ১১ ঘণ্টা গান শোনা যাবে এই স্পিকারে। ব্লুটুথ ৫-এর সঙ্গে কানেক্ট করে ১০ মিটার দূরত্ব থেকেও ব্য়বহার করা যায়। ফ্লিপকার্টে ৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই পোর্টেবল স্পিকার। আবারও পেয়ে যেতে পারেন কোনো আকর্ষণীয় ডিসকাউন্ট।
এই গরমে এই গ্যাজেটটি হবে সেরার সেরা উপহার। বন্ধু যদি মেয়ে হয় তাহলে তার জন্য আদর্শ হতে পারে এই উপহার। কারণ মেকআপকে চটপট সুন্দরভাবে বসিয়ে দিতে সাহায্য করে ২০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপের এই ফ্যান। একবার চার্জে চলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা।
গোসলের পর চুল শুকাতে হেয়ার ড্রায়ার আমরা অনেকেই ব্যবহার করি। বন্ধু যদি মেয়ে হয় তাহলে তার জন্য আদর্শ হতে পারে এই উপহার। ১০০০ ওয়াটের ড্রায়ারের আকর্ষণীয় ফিচারের সৌজন্যে নানা ধরনের হেয়ারস্টাইল করে নিতে পারবেন। খুব কম বাজেটে আপনি এই উপহার কিনতে পারবেন।
আরও পড়ুন
সূত্র: মেক অব ইউজ