Advertisement

ফোন গরম হওয়ার ভয় নেই, ভেতরে থাকবে ফ্যান

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ফোন গরম হওয়ার ভয় নেই, ভেতরে থাকবে ফ্যান
ফোন গরম হওয়ার ভয় নেই, ভেতরে থাকবে ফ্যান

স্মার্টফোন গরম হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। একটু ব্যবহার করলে, বিশেষ করে যারা ফোনে গেম খেলেন তাদের এই সমস্যায় বেশি পড়তে হয়। তবে এবার অপ্পো নিয়ে এলো নতুন স্মার্টফোন। যে ফোন গরম হওয়ার সমস্যা নিয়ে চিন্তিত হতে হবে না। ফোনেই ইন-বিল্ট ফ্যান থাকবে।

অপ্পো কে১৩ টার্বো সিরিজ এরইমধ্যে চীনে লঞ্চ করেছে কোম্পানি। ফোন ঠান্ডা রাখতে একটি ইন-বিল্ট ফ্যান থাকবে। একটানা গেম খেললে, ভিডিও দেখলে ফোন বেশিরভাগ সময়েই গরম হয়ে যায়। ফোনের ভিতর থেকে এই গরম বাইরে বের করে দিয়ে ডিভাইস ঠান্ডা রাখার জন্যই থাকছে ওই ছোট্ট ফ্যান।

অপ্পো কে১৩ টার্বো প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর থাকতে পারে। একাধিক এআই ফিচার থাকতে চলেছে অপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোনে। অন্যদিকে অপ্পো কে১৩ টার্বো ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪৫০ চিপসেট।

অপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনে ৭০০০ স্কোয়ার মিলিমিটারের ভেপার চেম্বার এবং ১৯,০০০ স্কোয়ার মিলিমিটারের গ্রাফাইট লেয়ার থাকতে চলেছে। ফোনে থাকবে একাধিক এআই ফিচার। এছাড়াও এই ফোনে ওয়াই-ফাই ৭, ৫জি এবং ব্লুটুথ ৬.০ কানেক্টিভিটি সাপোর্ট পাবেন।

চীনের পর ভারতীয় বাজারে এই ফোন আসতে চলেছে। তবে এর দাম কত হবে তা এখনো জানা যায়নি। ফোনের দাম শুরু হতে পাবে ৪০ হাজার টাকার কম থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে অপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোন কেনা যাবে।

Lading . . .