এবার হোয়াটসঅ্যাপে অডিওসহ লাইভ ফটো পাঠানো যাবে
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব শহরেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কয়েকশ কোটি মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।
কিছুদিন পর পরই নানান আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। শিগগির আরও একটি আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এক নতুন আপডেট পরীক্ষা-নিরীক্ষা করছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। এই নতুন ফিচারের নাম হলো মোশন ফটো। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, এই ফিচারের কারণে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে মোশন ফটো পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২৫.২২.২৯-এ এই ফিচার দেখা গিয়েছে। বর্তমানে কিছু বিটা ইউজাররা এটি পাচ্ছেন।
মোশন ফটো এমন একটি ফিচার, যা একটি ছবি ক্লিক করার বা ছবি তোলার আগের ও পরের মুহূর্তকে রেকর্ড করে। এটি অডিও এবং মুভমেন্ট উভয়ই ক্যাপচার করে। ফলে ছবিগুলো হয় আরও লাইভ বা প্রাণবন্ত। ছবি পাঠানোর সময় গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার সময় ব্যবহারকারীরা এবার থেকে একটি রিং-সহ নতুন আইকন দেখতে পাবেন। সেই সঙ্গে দেখা যাবে, প্লে বাটনকে ঘিরে রয়েছে একটি ছোট্ট সার্কেল। এই আইকনটিতে ট্যাপ করলেই মোশন ফটো হিসেবে ছবিটি পাঠানো যাবে।
একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচারটি এরই মধ্যেই উপস্থিত রয়েছে। স্যামসাং ফোনে আছে মোশন ফটোস। আবার গুগল পিক্সেল ফোনে এর নাম হলো টপ শট। যদিও হোয়াটসঅ্যাপে মোশন ফটো পাঠানোর জন্য অবশ্য এই ফিচার ব্যবহারকারী বা প্রেরকের ফোনে উপস্থিত থাকা আবশ্যক। তবে যদি ব্যবহারকারীর ফোনে এই মোশন ফটো তোলার ফিচার না থাকে, তাহলে অবশ্য তিনি অন্যের পাঠানো মোশন ফটো দেখতে পারবেন।
ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের উপরের দিকের ডান পাশের কোণায় এই ফিচারের নতুন আইকন ভেসে উঠবে। এতে ট্যাপ করে ব্যবহারকারীরা কোনো ছবিকে মোশন ফটো হিসেবে পাঠাতে পারবেন। এর মধ্যে শুধু ভিস্যুয়াল মুভমেন্টই মিলবে না, সেই সঙ্গে এর মধ্যে অডিও সাপোর্টও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ব্যবহারকারীরা ওই মুহূর্তের শব্দও শুনতে পাবেন।
আরও পড়ুন
সূত্র: গ্যাজেট ৩৬০