প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

বাইকের জগতে সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড। নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত এর জনপ্রিয়তা একটুও কমেনি। সব বয়সীদের কাছেই রয়্যাল এনফিল্ডের বাইক সমানভাবেই জনপ্রিয়। এর ডিজাইন, লুক, ফিচার এর আকর্ষণের মূল কারণ।
একের পর এক বাইক আনছে সংস্থাটি। এবার বৈদ্যুতিক বাইক আনছে শিগগির। সঙ্গে আরও দুটি মডেলের বাইক থাকছে। সবগুলো একসঙ্গে বাজারে আসবে না। তবে একেক করে বছরজুড়ে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক বাজারে পাবেন গ্রাহকরা। ২০২৬ সালের শুরু থেকেই এই বাইকগুলো বাজারে আনবে সংস্থা।
বহুদিন ধরেই রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নিয়ে চর্চা চলছে। কোম্পানি ২০২৬ সালের শুরুতে তাদের প্রথম ই-বাইক ফ্লাইং ফ্লি সি৬ লঞ্চ করতে পারে। স্প্যানিশ ইভি বিশেষজ্ঞ স্টার্ক মোবিলিটির সহযোগিতায় তৈরি, ফ্লাইং ফ্লি সি৬ হবে ইলেকট্রিক মোটরসাইকেলের জগতে রয়্যাল এনফিল্ডের প্রথম পদক্ষেপ। এরপরে একটি স্ক্র্যাম্বলার স্টাইলের ইলেকট্রিক বাইক ও একটি ব্যাটারি চালিত হিমালয়ান বাইকও চালু করা হতে পারে।
গেরিলা ৪৫০ বাইকের নতুন ভ্যারিয়ান্ট ক্যাফে রেসার নামে শিগগির বাজারে আনতে চলেছে রয়্যালে এনফিল্ড। তরুণদের জন্য যারা স্টাইলিশ বাইক পছন্দ করে, তাদের জন্য এই বাইকটি একেবারে সঠিক ও যথাযথ বিকল্প হতে চলেছে। স্পিড ও ডিজাইন দুটির জন্যই এই বাইকটি অনন্য হয়ে উঠবে। এর পারফরম্যান্সও ভালো হবে এবং এর স্টাইলিশ ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলবে বাইকটিকে। এটি ২০২৬ সালের মধ্যে বাজারে আসবে। এই বাইকটি থ্রুক্সটন ৪০০-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে পারে।
রয়্যাল এনফিল্ড ৬৫০ সিসি সেগমেন্টে বুলেট ৬৫০ টুইন আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শিগগির একটি নতুন ৬৫০ সিসি বাইক লঞ্চ করবে। এই বাইকটি ক্লাসিক ৬৫০-এর চেয়ে কিছুটা সস্তা হতে পারে। এটিতে একটি ছয়-গতির গিয়ারবক্স এবং একটি স্লিপার ক্লাচ থাকতে পারে। এটিতে ইউএসবি চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্রিপার নেভিগেশন সিস্টেমও থাকবে বলে শোনা যাচ্ছে। আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালের মধ্যেই বাইকটি বাজারে আনবে সংস্থা।
আরও পড়ুন
সূত্র: এবিপি নিউজ, হিন্দুস্থান অটো