Advertisement

এসির এনার্জি সেভিং মোড ব্যবহারে কমবে বিদ্যুৎ খরচ

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

এসির এনার্জি সেভিং মোড ব্যবহারে কমবে বিদ্যুৎ খরচ
এসির এনার্জি সেভিং মোড ব্যবহারে কমবে বিদ্যুৎ খরচ

এনার্জি সেভিং মোড বা ইকো মোড আজকাল অনেক আধুনিক এসিতে থাকে। এটা বিদ্যুৎ খরচ কমাতেও সাহায্য করতে পারে। এসির এনার্জি সেভিং মোড একদিকে আপনার তাপের স্বাচ্ছন্দ্য বজায় রাখে, অন্যদিকে বিদ্যুতের খরচ ও পরিবেশগত প্রভাব কমায়। এছাড়া কম্প্রেসার ও ফ্যানের আয়ু বাড়ায়।

আসুন জেনে নেওয়া যাক এসির এনার্জি সেভিং মোড ব্যবহারে কীভাবে বিদ্যুৎ খরচ কমতে পারে-

১. কম্প্রেসার ও ফ্যানের কার্যক্রম নিয়ন্ত্রণ
এনার্জি সেভিং মোডে এসি সাধারণত এর কম্প্রেসার বারবার চালু-বন্ধ করা বন্ধ করে। পরিবর্তে যখন সেট করা তাপমাত্রা পৌঁছে যায়, তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায়, আর ফ্যান মাঝে মাঝে চালু হয় ঘরে থাকা তাপমাত্রা যাচাই করার জন্য। প্রয়োজন হলে আবার কম্প্রেসার চালু হয়। এই পদ্ধতি থেকে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।

এছাড়া এনার্জি সেভিং মোডে কম্প্রেসার বন্ধ থাকলেও ফ্যান চালু থাকে ঘরের ঠান্ডা বাতাস সবার মধ্যে ছড়িয়ে বা টেম্পের রিডিং আপডেট রাখার জন্য। এতে এসিকে প্রতিবার পুরোপুরি চালানো হয় না, ফলে শক্তি কম ব্যয় হয়।

২. কমপ্রেসার ও ফ্যান সাইক্লিং কমিয়ে খরচ কমান
মোডি হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ব্যাখ্যা অনুসারে, এনার্জি সেভার মোড কম্প্রেসার ও ফ্যানের সাইক্লিং কমায়, ফলে শক্তির চাহিদা কমে যায় এবং বিদ্যুৎ বিল হ্রাস পায়।

৩. কাজের মাত্রা বা ফ্যান স্পিড স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ
কিছু এসি ইউনিট, একটি ইকো মোড দিয়ে থাকে যা কমপ্রেসার স্পিড ও ফ্যান স্পিড নিয়ন্ত্রণ করে, প্রয়োজনে সামান্য তাপমাত্রা ওঠানামা করে সার্বিক শক্তি কমায়। এছাড়া এনার্জি সেভার মোডে ফ্যান ও কম্প্রেসার সময় মত বন্ধ হয়; ফলে এমন একটি ব্যবধান তৈরি হয় যেখানে তাপমাত্রা কিছুটা ঢিলে থাকে ফলে এসি অতিরিক্ত চালাতে হয় না।

৪. তাপমাত্রা সামান্য বাড়িয়ে শক্তি সাশ্রয়
ইন্ডিয়া ব্যুরো অব এনার্জি ইফিশিয়েন্সির পরামর্শ অনুযায়ী, এসির তাপমাত্রা মাত্র ১°C বাড়ালেই প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়। উদাহরণস্বরূপ, তাপমাত্রা ২৪°C-এ সেট করলে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল কমানো সম্ভব।

৫. ভ্যারিয়েবল-ফ্রিকোয়েন্সি ড্রাইভ (ইনভার্টার প্রযুক্তি)
ইনভার্টার বা ভ্যারিয়েবল-স্পিড কম্প্রেসর ব্যবহার করে এসি কম স্পিডে চালালে শক্তির খরচ নাটকীয়ভাবে কমে যায়। উদাহরণস্বরূপ, ৬৩ শতাংশ স্পিডে মোট শক্তির খরচ মাত্র ২৫ শতাংশ হয়। ইনভার্টার এসিগুলো সাধারণত ফিক্সড-স্পিড এসির তুলনায় অধিক কার্যকর। প্রায় ৫৮ শতাংশ পর্যন্ত বেশি শক্তি সাশ্রয় করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, প্যানাসনিক

Lading . . .