প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

বছরে এখন প্রায় ৬-৭ মাসই থাকে গ্রীষ্ম। অন্যান্য ঋতুতেও আবহাওয়া থাকে গরম। গরমের হাত থেকে স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার বা এসি এখন বলা যায় ঘরের একেবারে জরুরি একটি ইলেকট্রনিক পণ্য। শুধু গরমে স্বস্তি পেতে নয়, এসি ব্যবহার বর্ষায় ঘরের আদ্রতা ঠিক রেখে স্বস্তির পরিবেশ পেতেও।
তবে এসি ব্যবহারের কিছু কৌশল আছে যেগুলো আপনার এসির আয়ু বাড়াবে। অর্থাৎ দীর্ঘদিন একই এসি ব্যবহার করতে পারবেন। দেখে নিন ব্যবহারের কোন ভুলগুলোর কারণে আপনার এসি নষ্ট দ্রুত নষ্ট হতে পারে-
>> অনেকেই এসি রিমোটে বন্ধ করেন। কিন্তু পাওয়ার সুইচ বন্ধ করতে ভুলে যান। অনেকটা সময় পর পাওয়ার সুইচ অফ করার কথা মনে পড়ে। এটা কিন্তু এসির ক্ষতি ডেকে আনতে পারে। সব সময় রিমোটে এসি বন্ধ করার কিছু সময় পর পাওয়ার সুইচ বন্ধ করা উচিত।
>> অনেকেই নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করেন না। এসির ফিল্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। অনেকেই নির্ধারিত সময় অন্তর এসির ফিল্টার পরিষ্কার করেন না। ফলে এসি থেকে বিভিন্ন আওয়াজ আসতে পারে। জমে থাকা ধুলা, ময়লা এসির বিভিন্ন পার্টসের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন।
>> অনেকেই এসি চালান টাইমার সেট করেন। তারপর একটা নির্দিষ্ট সময়ের পর এসির কম্প্রেসর অফ হলে পাওয়ার সুইচ বন্ধ করে দেন। অর্থাৎ রিমোটে এসি বন্ধ করেন না। এই অভ্যাসে কিন্তু এসির আয়ু কমিয়ে দিতে পারে। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এসির ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলোতে চাপ পড়ে। বিশেষ করে কম্প্রেসরে।