Advertisement

নতুন রঙে আসছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় বাইক

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

নতুন রঙে আসছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় বাইক
নতুন রঙে আসছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় বাইক

রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় একটি বাইক হান্টার ৩৫০। সবচেয়ে হালকা এই বাইককে নতুন রূপে বাজারে আনতে চলেছে সংস্থা। এখন এটি একটি নতুন রং গ্রাফাইট গ্রে-এর বিকল্পে পাওয়া যাবে। এছাড়া আরও ৭টি রঙে পাওয়া যায় এই বাইকটি।

নতুন গ্রাফাইট গ্রে ভেরিয়েন্টটি ম্যাট ফিনিশের সঙ্গে পাওয়া যাবে। খুব আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে বাইককে। এতে নিয়ন হলুদ হাইলাইট রয়েছে এবং এটি শহুরে গ্রাফিতি দিয়ে সাজিয়েছে কোম্পানি। এই রংটি রিও হোয়াইট ও ড্যাপার গ্রে সহ মিড ভেরিয়েন্টেও পাওয়া যায়।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর নতুন রং মিড-ভেরিয়েন্টে পাওয়া যায়। তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বাইকটির। নতুন বাইকটি এখন রিও হোয়াইট, ড্যাপার গ্রে এবং গ্রাফাইট গ্রে রঙেও পাবেন গ্রাহকরা।

নতুন রয়্যাল এনফিল্ড হান্টারে শুধু রং নয়, অনেক আধুনিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে আছে এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন পড এবং টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও সিটটি বেশি ঘনত্বের ফোম দিয়ে আপডেট করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো রাইডারের অভিজ্ঞতা আরও ভালো করবে। বিশেষ করে দীর্ঘ যাত্রার সময়।

হান্টার ৩৫০ একটি ৩৪৯সিসি জে-সিরিজ এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। এই পাওয়ারট্রেনটি ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটিতে ৫-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যাসিস্ট ক্লাচ রয়েছে।

ভারতে এই বাইকের এক্স-শোরুম দাম ১ লাখ ৭৭ হাজার রুপি। নতুন সংস্করণের জন্য বুকিং রয়্যাল এনফিল্ড ডিলারশিপ, অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে। শিগগির বাইকটি হাতে পাবেন গ্রাহকরা।

সূত্র: বাইকওয়ালা

Lading . . .