Advertisement

ইয়ারবাড কেনার আগে যে ৫ ব্যাপারে খেয়াল রাখবেন

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

ইয়ারবাড কেনার আগে যে ৫ ব্যাপারে খেয়াল রাখবেন
ইয়ারবাড কেনার আগে যে ৫ ব্যাপারে খেয়াল রাখবেন

ডিজিটাল যুগে ইয়ারবাড বা ওয়্যারলেস হেডফোন হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। গান শোনা, ফোন কল, কিংবা ভিডিও কনফারেন্স-সব ক্ষেত্রেই ইয়ারবাড ব্যবহৃত হয়। ইয়ারবাড কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এতে ভালো কোয়ালিটির একটি ইয়ারবাড আপনি কিনতে পারবেন।

সাউন্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার আগে প্রথমেই দেখুন এর সাউন্ড কোয়ালিটি কেমন। বাজ, টেরিবল, ভোকাল ক্ল্যারিটি-সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ সাউন্ড আছে কি না। আপনি যদি মিউজিকপ্রেমী হন, তাহলে হাই-রেজুলেশন অডিও সাপোর্ট থাকলে ভালো। কলের সময় ভয়েস ক্লিয়ার আসে কি না, তাও পরীক্ষা করা উচিত।

নয়েজ ক্যান্সেলেশন
এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যা বাইরের শব্দ ব্লক করে। এবং ইএনসি এনভাইরনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন, যা কলের সময় আপনার ভয়েস ক্লিয়ার রাখে। পাবলিক ট্রান্সপোর্ট, অফিস বা ব্যস্ত জায়গায় ব্যবহারের জন্য এই ফিচারগুলো দরকারি। ইয়ারবাড কেনার আগে ফিচারগুলো চেক করে নিন।

কমফোর্ট ও ফিট
ইন-ইয়ার ইয়ারবাড হলে কানে ফিট হয় কি না, সেটা যাচাই করো। যদি বেশি সময় পরে ব্যবহার করো (গান শোনা, গেমিং, ওয়ার্কআউট), তাহলে লাইটওয়েট ও সফট ইয়ারটিপস থাকা জরুরি। আলাদা সাইজের ইয়ার টিপস থাকলে সঠিক ফিট পাওয়া সহজ।

ব্যাটারি লাইফ
ইয়ারবাড এক চার্জে কতক্ষণ চলে? চার্জিং কেস সহ মোট কত ঘণ্টা প্লে-টাইম পাওয়া যায়? এটি আগেই দেখে নেওয়া জরুরি।ভালো ইয়ারবাডে সাধারণত ৪-৮ ঘণ্টা (সিঙ্গেল চার্জে), ২০-৩০ ঘণ্টা (চার্জিং কেস সহ) চার্জ থাকে।

মাইক্রোফোন কোয়ালিটি
কল করার সময় আপনার ভয়েস পরিষ্কার শোনা যায় কি না? ডুয়াল মাইক্রোফোন বা ENC মাইক্রোফোন থাকলে কল কোয়ালিটি অনেক ভালো হয়।

পানিরোধী কি না
IPX4 বা তার উপরের রেটিং থাকলে ঘাম বা হালকা পানি থেকে সুরক্ষা পাওয়া যায়। জিম, হাঁটা বা রেইনি দিনে কাজে দেয়। এটি এখন সবচেয়ে জরুরি একটি ফিচার। ইয়ারবাড কেনার আগে দেখে নিন আপনি যে ইয়ারবাড কিনতে চাচ্ছেন সেটিতে এই ফিচার আছে কি না।

দাম
আপনার বাজেট অনুযায়ী কোন ব্র্যান্ড ভালো পারফর্ম করে সেটা যাচাই করুন। জনপ্রিয় ও রিভিউ ভালো এমন ব্র্যান্ড থেকে কিনলে ঝুঁকি কম। গ্যারান্টি/ওয়ারেন্টি রয়েছে কি না, সেটাও দেখুন।

সূত্র: লাইফ ওয়্যার

Lading . . .