Advertisement

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক
‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক

এখন টক অব দ্য টাউন বলিউড সিনেমা সাইয়ারা। সিনেমার অভিনেতা, গান, গল্প তো বটেই অভিনেতাদের পরনের পোশাকও আলোচনায়। তবে এই সিনেমায় সবচেয়ে বেশি নজর কেড়েছে নায়ক আহান পান্ডের বাইক। পুরো সিনেমায় এই বাইকের দৃশ্যগুলো যেন আলাদা এক মাত্রা যোগ করেছে।

অনেকেই কৌতূহলী হয়েছেন আহান পান্ডে কোন ব্র্যান্ডের কোন মডেলের বাইকটি এখানে ব্যবহার করেছেন তা জানতে। নায়ক আহান পান্ডে যে বাইকে চড়েছেন, তা হল হার্লে ডেভিডসন এক্স ৪৪০ মডেলের বাইকটি। সিনেমাতে এটি শুধুই প্রপ নয়, বরং অভিনেতার চরিত্রের সংখ্যাগরিষ্ট রোডস্টার ইমেজ হিসেবে গড়ে তোলা হয়, এবং চরিত্রের রূপরেখায় এর গুরুত্বপূর্ণ অবস্থান ছিল।

হার্লে-ডেভিডসন এক্স৪৪০-এর ইঞ্জিনের ক্ষেত্রে এতে রয়েছে ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল-কুল্ড ইঞ্জিন সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে ২৭ হর্সপাওয়ার এবং ৩৮ নিউটন মিটার টর্ক তৈরি হয়। বাইকে উপস্থিত ইউএসডি টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার ডুয়াল শক অ্যাবসর্বার।

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক

বাইকে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এবং টিউবলেস টায়ার, যার সিটের উচ্চতা ৮০৫ মিমি এবং ওজন ১৯০ কেজি। বাইকটির মাইলেজ প্রায় ৩০ কিমি/লিটার, এবং এর সর্বোচ্চ গতি প্রায় ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে মজুত সম্পূর্ণ ডিজিটাল টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেকশন, এলইডি লাইটিং, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ইত্যাদি।

হার্লে-ডেভিডসন এক্স৪৪০-এর দাম রয়েছে ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার রুপি (এক্স-শোরুম)। এটি মাস্টার্ড, গোল্ডফিশ সিলভার এবং বাজা অরেঞ্জ সহ একাধিক রঙের স্কিমে পাওয়া যাচ্ছে ভারতে।

সূত্র: বাইকবিডি, অটোএক্স

Lading . . .