Advertisement

যাত্রীদের জন্য বাংলাদেশে ‘উবার ওয়ান’ মেম্বারশিপ চালু

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

যাত্রীদের জন্য বাংলাদেশে ‘উবার ওয়ান’ মেম্বারশিপ চালু
যাত্রীদের জন্য বাংলাদেশে ‘উবার ওয়ান’ মেম্বারশিপ চালু

যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে উবার। সদস্যপদ গ্রহণের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা ও বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন। মাসিক ১৭০ টাকা ফিতে এ মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে।

এদিকে, উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উবারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উবার ওয়ানের বিশেষ আকর্ষণ হলো শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়া। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তাও পাবেন, যা রাইডের পুরো অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, বাংলাদেশি যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এ সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার অ্যাপের সর্বশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যোগ দিয়ে সঙ্গেই সঙ্গে উপভোগ করা যাবে সুবিধাগুলো।

প্রথমে উবার অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। অ্যাপটি খুলে ‘অ্যাকাউন্ট’-এ গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করতে হবে। সেখানে দেওয়া সুবিধা ও শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ চাপলেই উবার ওয়ানের মেম্বারশিপ পাওয়া যাবে।

Lading . . .